ইউনিভার্সিটি সেইন্স ইসলাম পরিদর্শনে আইআইইউসি প্রতিনিধিবৃন্দ

| সোমবার , ২১ নভেম্বর, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের (আইআইইউসি) প্রতিনিধিবৃন্দ।
আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফের নেতৃত্বে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসরুরুল মওলা এবং রিসার্স এন্ড পাবলিকেশন সেন্টারের ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান, ইউএসআইএম’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ঞং. ড. শরিফউদ্দিন মো. শারানী তার অফিস কক্ষে আইআইইউসি প্রতিনিধিদের অভ্যর্থনা জানান।

বৈঠকে ইউএসআইএমের ডেপুটি ভাইস-চ্যান্সেলর (একাডেমিক ও আন্তর্জাতিক) অধ্যাপক ড. মো. রাধি ইব্রাহিম, ইউএসআইএমের এসিস্ট্যান্ট ভাইস-চ্যান্সেলর (স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন) প্রফেসর ড. মো. ইয়াহিয়া মোহাম্মদ আরিফিন, ইউএসআইএমের এসিস্ট্যান্ট ভাইস চ্যান্সেলর (ইনকাম জেনারেশন এন্ড ফাইনেন্সিয়াল সাস্টেইনিবিলিটি) ড. আসমাদ্দি হারিস, সেন্টার ফর গ্র্যাজুয়েট স্টাডিজের (সিজিএস) ডীন প্রফেসর ঞং. ড. নরিতা মো. নরওয়াউই, সিজিএসের ডেপুটি ডীন (একাডেমিক অ্যাফেয়ার্স) এসোসিয়েট প্রফেসর ড. ফারিজা পুঠে বেহক, ডেপুটি ডীন (একাডেমিক ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি) এসোসিয়েট প্রফেসর ড. ফরিদা হাজওয়ানি মো. রিদজুয়ান, ড. মাজিয়াতুসিমা ইশহাক (কোয়ালিটি কো-অর্ডিনেটর, সিজিএস) আখদিয়াত আব্দুল মালেক (কো-অর্ডিনেটর, সিজিএস), সিজিএসের ডেপুটি রেজিস্ট্রার মো. নুর আদলিনা আদেনান এবং সিজিএসের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মোহাম্মদ আকাশাহ আবদ রশিদ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈদেশিক মুদ্রা লেনদেনের সুবিধা বিষয়ক ইউসিবির সচেতনতা সভা
পরবর্তী নিবন্ধটেকনাফে বিয়ারসহ আটক ২