বিজিসি ট্রাস্ট ভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বরণ ও বিদায় সংবর্ধনা

| সোমবার , ২১ নভেম্বর, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা গতকাল রোববার ইউনিভার্সিটির বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব।

বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য আফরিন আহমদ হাসনাইন, ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মফিদুল আলম। অতিথি ছিলেন গ্রামীণ ফোন লিমিটেডের জেনারেল ম্যানেজার (বিজনেস ডিভিশন) মাহাবুবুর রহমান,।

বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক কামাল উদ্দিন, চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম চৌধুরী, বিদায়ী ছাত্র এরফানুল করিম চৌধুরী, নবাগত ছাত্রী সুফিয়া মুতাহার। শিক্ষক নওরীন আফরিন ও ধীমান বড়ুয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, প্রফেসর ড. নারায়ন বৈদ্য, প্রফেসর মো. খালেদ বিন চৌধুরী, সৌমেন চক্রবর্তী, ড. অনিন্দ্য কুমার নাথ, প্রফেসর মো. সালাহউদ্দিন চৌধুরী, প্রফেসর মো. ইমরান চৌধুরী, ড. মো. জিয়া উদ্দিন, সালাহউদ্দিন শাহরিয়ার প্রমুখ।

প্রধান অতিথি বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ তৈরী করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে তাদের দক্ষতার স্বাক্ষর রেখেছে। আমি আশা করছি তোমরাও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের ভূমিসেবা অবহিতকরণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধবৈদেশিক মুদ্রা লেনদেনের সুবিধা বিষয়ক ইউসিবির সচেতনতা সভা