বুড়িশ্চর বাজারে স্বর্ণের দোকান চুরি

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:২৮ পূর্বাহ্ণ

হাটহাজারীর বুড়িশ্চর বাজারে অভিনব কৌশলে স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বাজারের আল হারুন জুয়েলার্স নামে এই স্বর্ণের দোকান থেকে ১শ ২০ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে মালিক পক্ষের দাবি। গতকাল শনিবার স্বর্ণের দোকান চুরির ঘটনা অবহিত হয়ে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ, থানার ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তাছাড়া ১৪নং শিকারপুর ও ১৫নং বুড়িশ্চর ইউপি চেয়ারম্যান আবদুর খালেদ ও জাহেদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। স্বর্ণের দোকান চুরির ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও আল হারুন জুয়েলার্সের মালিক ওয়াহিদুল আলম জানান, বুড়িশ্চর বাজারে তাদের দুই ভাইয়ের পৈতৃক সূত্রে প্রাপ্ত উল্লেখিত নামের একটি স্বর্ণের দোকান রয়েছে। তারা যথারীতি গত বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। শুক্রবার জুয়েলারি মালিক সমিতির সিদ্ধান্ত অনুসারে দোকান বন্ধ ছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে কিংবা শুক্রবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার দোকান খুলে মালিক দেখতে পায় দোকানের পিছনের দরজা খোলা। চোর কৌশলে দোকানের পিছনে দরজা ভেঙে ভিতরে ডুকে দোকানে রক্ষিত ১শ ২০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। লুট হয়ে যাওয়া স্বর্ণালংকারের মূল্য আনুমানিক ৯০ লাখ টাকা হবে বলে দাবি করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে খেলাঘর বিকল্প পাঠশালা
পরবর্তী নিবন্ধতাইওয়ানের জন্য কী সতর্কবার্তা?