বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে খেলাঘর বিকল্প পাঠশালা

স্মরণসভায় এম এ সালাম

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে গতকাল শনিবার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এক স্মরণসভার আয়োজন করা হয়। জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির তিনজন স্মরণীয় প্রয়াত ব্যক্তিত্ব সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন, কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের স্মরণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. গণেশ রায়।
স্মরণসভা কমিটির আহ্বায়ক অধ্যাপক রোজী মজুমদার সেন ও যুগ্ম আহ্বায়ক তারেক ইফতেখার ইফুর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম। স্মরণসভায় আলোচনায় অংশ নেন রথীন সেন, আহসান হাবিব খান রিপন, নাট্যজন মুনির হেলাল, নজরুল কবীর, তাসনীম তারেক নোভা ও রাজিব মঈন উদ্দিন শাওন। সভায় উপস্থিত ছিলেন খুরশিদা বেগম ও হাসিনা খানম। সভার শুরুতে প্রয়াত সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, প্রফেসর ড. গাজী সালেহ উদ্দীন ও তারেক সোলেমান সেলিমের জীবনী পাঠ করেন চন্দন পাল, এ এস এম জাহিদ হোসেন ও বিশ্বজিৎ বসু। সভায় জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতা ও সম্পদের অসম প্রতিযোগিতার কারণে বর্তমান প্রজন্ম নীতি ও নৈতিকতাহীন হয়ে পড়ছে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ ও নৈতিকতা সম্পন্ন জাতি পেতে হলে শিশুকাল থেকে নীতি ও নৈতিকতার চর্চা করার প্রতি গুরুত্ব দিতে হবে। অসাম্প্রদায়িক বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে খেলাঘর বিকল্প পাঠশালা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাসদ চট্টগ্রাম জেলার বিক্ষোভ সমাবেশ ও মিছিল
পরবর্তী নিবন্ধবুড়িশ্চর বাজারে স্বর্ণের দোকান চুরি