বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া তালুকদারের মৃত্যুবার্ষিকী আজ

আজাদী অনলাইন | সোমবার , ১ মার্চ, ২০২১ at ৯:৪৫ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা মো. জাকারিয়া তালুকদারের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের ১ মার্চ ৭০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুহাম্মদপুরস্থ বাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মো. জাকারিয়া তালুকদার তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে তিনি সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নেন। মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়।

স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে মুক্তিযুদ্ধে গৌরবময় অবদান রাখার জন্য রাউজান থেকে নির্বাচিত সাংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী তাকে সম্মাননা জানান। এছাড়া মেরিট হেভেন স্কুল এবং নবযাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেকেও তাকে জীবিত অবস্থায় সম্মাননা জানিয়েছিলেন।

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের পূর্ব রূপচান্দ নগর গ্রামের রোশন আলী তালুকদার বাড়ির মৌলানা জমির হাসানের বড় ছেলে জাকারিয়া তালুকদার। দৈনিক আজাদীর স্টাফ রির্পোটার মোরশেদ তালুকদারের পিতা।

পূর্ববর্তী নিবন্ধনিজ থেকেই দখল ছেড়ে গেছেন অনেকে
পরবর্তী নিবন্ধ৭৮৬