বিষণ্নতা

জোবায়দা আক্তার চৌধুরী | রবিবার , ২৭ জুন, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

বিষণ্নতা নিয়ে নামলো সন্ধ্যা
বিদ্যুৎ তারে পাশাপাশি দুটি কাক বসে আছে
ওরা দিনমান ভিজেছে বৃষ্টির জলে
দেয়াল গড়িয়ে চোখের জলের মতোই
বৃষ্টির জল গড়িয়ে যে ধারা তৈরি করলো
তা বুঝি কাকেদের পিঠ বেয়েও
নেমেছে নিচে।

আমলকির পাতা ভেজা
হেমন্তের কুয়াশা ভেজা
কাটাতারের শরীর ভেজা
ঘরের চাল
ডুমুরের ডাল
আর আমার মনও ভেজা।

আমাদের বেঁচে থাকাও
বিষণ্নতার চাদর পেঁচিয়ে
এক দুর্বিষহ সময় মাড়ানো যেন।

তুমি নেই…..
চুলের ঘ্রাণ, আলো, ফুল, কিচ্ছু নেই।

ওম নেই বুকে
ঘুম নেই চোখে
শুধু মরার মতো চেয়ে থাকা
টুপটাপ টুপটাপ বৃষ্টি ঝরা
কান না পেতেও বিষণ্নতার শব্দ পাওয়া।

পূর্ববর্তী নিবন্ধচাঁদের পাশে করোনা প্রদাহে
পরবর্তী নিবন্ধযেহেতু তুমিই বলেছিলে