চাঁদের পাশে করোনা প্রদাহে

শ্যামলী মজুমদার | রবিবার , ২৭ জুন, ২০২১ at ৬:৫৫ পূর্বাহ্ণ

এখানে যদি বসে থাকতে হয়
সে তো বেশ ভালো, নদী পাড়ে কাশবন
সাদা পালকের গান হয়ে ভাসে বাতাস
এখানে রাতে কুয়াশা নামে ধীরে
ভেজা চাদর, সারারাত বিস্তীর্ণ দু’ধার
জ্যোৎস্নায় মিশে যেতে থাকে
দু’চোখ ভরে দেখি এক আমি,
যদি বসে থাকতে হয় এখনও সেতো আরও ভালো-
দূরের শহরে মৃত্যুর রাত আগুনজ্বালা দিন
কাকভোর অথবা ঝিমদুপুরে নিঃশব্দে
কবর খুঁড়ে যায় একদল তরুণ
এখন এটাই তাদের জীবন-জীবিকা!

তারওপর এখানে এসে গেছি কাল মাঝরাতে-
আকাশে বিশাল হলুদ চাঁদ নীরবে দেখায় পথ,
ঘাসভরা মাঠে জঙ্গলে দু’একটি আদিম জানোয়ার
ভয় দেখায় না, পথ বলে দেয় চুপে চুপে-
ছায়ার মাঝে বাতাসে বিষ তাড়া করছে পৃথিবীকে
আনন্দঘন গেহদেহ লীন চুপিসারে-
শব্দবিহীন একা ভরদুপুর,
ভেতরে অবিনাশী রক্ত প্রবাহ মায়ামন্ত্র-
শব্দ সেতো শব্দ, যাবে সুর সেও কোন দূরদেশে
মিশে যেতে তাকে দেব না মাটি কিংবা ধূম্রজালে
জ্যোৎস্না হয়ে পাড়ি দেবে মাঠ শূন্যমাঠ
মায়াময় চোখ আঁখিপল্লব তার
নিঃশব্দে এসেছি আজ এই নদীপাড়ে-
শিরশিরে শৈত্য প্রবাহ অবিরল, হিম টেনে নিচ্ছে ক্লান্তি
আহা কি শান্তি কি শান্তি-
বিদীর্ণ উত্তাপ মিশে যায় জ্যেৎস্নায় হিমশীতে,
ভরহীন অস্থির ঝংকার অবিরল
বাঁচতে চাই বাঁচাতে চাই –
অবিনাশী জলপ্রবাহের গান জ্যোৎস্নায় হিমশীতে করোনা প্রদাহে
নদীপাড়ে কাশবন সাদা পালকের রং নীল আজ করোনা প্রদাহে!

পূর্ববর্তী নিবন্ধমেঘবালিকার সাজে
পরবর্তী নিবন্ধবিষণ্নতা