বিশ্ববিদ্যালয় জীবন থেকে যা শিখেছি

মুনমুন বড়ুয়া | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ৯:৫৩ পূর্বাহ্ণ

শাটল ট্রেনটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। শিখিয়েছে সময় ধরে চললে তুমি কখনো তোমার লক্ষ্য মিস করবে না। কখনো শিখিয়েছে যে কাজটা তুমি যুক্ত হওয়ার আগেই শুরু হয়ে গেছে সেই কাজের সাথে যুক্ত হতে চাইলে অন্যদের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটতে হবে তোমাকে, ঠিক চলতে শুরু করে দেওয়া ট্রেনে উঠার মত করে। আমাকে শিখিয়েছে গনগনে রোদে সেদ্ধ হওয়ার সহিষ্ণুতা। কখনো আমাকে শিখিয়েছে জীবনে অনেক প্রতিকূলতার মধ্যে থেকেও সব কিছু ব্যালেন্স করে কিভাবে চলতে হয়, ঠিক যেন কোন সাপোর্ট ছাড়া দুপায়ের উপর ব্যালেন্স করে ছুটতে থাকা ট্রেনে দাঁড়নোর মত ক’রে। বস্তির পাশ দিয়ে চলতে চলতে কখনো শুনেছি পৃথিবীর উদাত্ত আহ্বান। আমাদের চোখে যারা তাদের ভবিষ্যতটাকে আরেকটু সুন্দর দেখতে চায়। আমাকে চারপাশের প্রকৃতি শিখিয়েছে তার সবটুকু স্নেহের পরশ গায়ে মেখে কিভাবে নিজের মনটাকে আরো সতেজ,আরো প্রাণবন্ত করে তুলতে হয়, মন খারাপ হলে কখনো অবারিত সবুজ ধানখেত, নীল আকাশ,কাশবন,কখনো শীতের হিম হিম বাতাস,পাখিদের ওড়াউড়ি, বাধাহীন দাপিয়ে বেড়ানো একদল বালকের ট্রেনের হুইসেল শুনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে হাত নাড়ানোর জবাব দিতে দিতে,মেঘ-রৌদ্রের লুকোচুরি খেলা দেখতে দেখতে কী করে ভুলে যেতে হয় মন খারাপের উৎস। দেখেছি কিভাবে জ্ঞানে পরিপূর্ণ শিক্ষক ফলপূর্ণ বৃক্ষের মত সবচেয়ে বিনয়ী হন । যাঁদের দেখে আমি বলতে পারি পৃথিবীর সবচে বিনয়ী মানুষের দেখা আমি পেয়েছি। দেখেছি কত সাধারণের মাঝে লুকিয়ে থাকে কত অসাধারণ প্রতিভা। প্রতিদিন প্রতিবার নতুন কোন অভিজ্ঞতা অবাক করে দেয় আমাকে, আমার বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন…শুভ জন্মদিন , প্রিয় বিশ্ববিদ্যালয়। মেধাবীদের পদচারণায় মুখরিত হোক বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, জ্ঞানের আলোক দ্রুতি ছড়িয়ে পড়ুক বিশ্বময়।

পূর্ববর্তী নিবন্ধনারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে
পরবর্তী নিবন্ধকোচিং ব্যবসা ও দুদক