নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে

আনজানা ডালিয়া | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ৯:৫২ পূর্বাহ্ণ

পুরুষের পাশাপাশি সমানতালে এগিয়ে যাওয়া বা অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ে বিগত কয়েক বছরে দেশের নারীরা দারুণ এগিয়েছে। কর্মক্ষেত্রে অনেকেই অর্জন করছেন ঈর্ষণীয় সাফল্য। তবে শত সাফল্য ও প্রশংসার গল্প থাকলেও নারী নির্যাতনে সহিংসতার ইস্যুতে এখনও কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না। স্বাধীনতার পর থেকে নারীর জীবনমানে অকল্পনীয় পরিবর্তন এসেছে। কিন্তু এই সময়ে নারীর প্রতি সহিংসতা তো কমেইনি বরং নিত্যনতুন কৌশল ও পন্থায় নারীর প্রতি পাশবিকতা এবং নির্যাতনের মাত্রা বেড়েছে। ইদানীং একটা বিষয় সবসময় চোখে পড়ে এবং বুকের ভেতরটা হুহু করে ওঠে আমরা নারীরা মায়ের পেটে থাকতেই সহিংসতার শিকার হচ্ছি। আমি একটা হসপিটালে জব করি সেখানে লক্ষ্য করি আল্ট্রাসনোগ্রাফীর জন্য আসা রোগীর স্বজনরা উদগ্রীব হয়ে থাকে পেটের বাচ্চাটি ছেলে কি মেয়ে হবে। পরক্ষণে ডাক্তার যদি বলেন যদিও বলেন না, নিয়ম নেই, জোর জবরদস্তি, কৌশলে জেনে নেন। মেয়ে হলে সংকটাপন্ন হলেও চুপ করে যান অথবা বলে দেন নরম্যাল ট্রাই করেন আর যদি ছেলে বলেন তখন অস্থির হয়ে ওঠেন, বলেন বাবুটা কষ্ট পাবে, সিজার করে নিয়ে নেন। এখান থেকেই বোঝা যায় আমরা নারীরা সর্ব ক্ষেত্রে এমনকি মায়ের পেটে থেকেও বৈষম্যের শিকার হচ্ছি।
এসব সহিংসতার শিকার হয়ে প্রতি বছর অসংখ্য নারীর মৃত্যু হচ্ছে। কারণ তারা মুখ ফুটে কথা বলতে পারে না, তাদের কথা বলতে দেওয়া হয় না। নির্যাতিত হওয়ার পর তাদের থাকতে হয় চাপের মুখে। দেখা যায় সমাজের শিক্ষিত, সচেতন ও প্রভাবশালী মানুষ দ্বারাই নারীর প্রতি সহিংসতার ঘটনা বেশি ঘটছে। নির্যাতনকারীরা প্রভাব ও প্রতিপত্তির কারণে অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। নারীর ওপর পুরুষের অবিরাম ক্ষমতার অপব্যবহারের ফলে সামপ্রতিককালে এ ধরনের নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। নারীর ওপর সহিংসতার আরেকটি কারণ, তাদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি। নারী নিজ পরিবারেও নির্যাতিত হচ্ছে। পরিবার পেরিয়ে বাইরেও নির্যাতনের শিকার হতে হয় তাদের। অনেক নারী চাইলেও নিজ পরিবারের কাছেও সহিংসতার কথা বলতে পারেন না। দেখা যায়, অনেক সময় পরিবারই নির্যাতিত নারিকে দোষী সাব্যস্ত করে। বিদ্যমান সমাজ ব্যবস্থায় সহিংসতার শিকার অনেক নারী চাইলেও আইনের আশ্রয় নিতে পারেন না। পরিবার ও সন্তানের কথা ভেবে অনেক নারীই এসব অত্যাচার সহ্য করেন বাধ্য হয়ে। আমার নিজস্ব মতামত আমরা নারীরাই নারীকে ছোট করছি নিজের অজান্তেই। নারীদেরকে সচেতন হতে হবে সবার আগেই।

পূর্ববর্তী নিবন্ধশিল্পী হামিদুর রহমান : যুগ, দেশ আর ইতিহাস যার সৃষ্টিতে অনবদ্য
পরবর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয় জীবন থেকে যা শিখেছি