বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে দরকার মানসম্মত গবেষণা

কর্মশালা উদ্বোধনে চবি উপাচার্য

| সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৪:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে চবি নবীন শিক্ষকদের গবেষণা ও প্রকাশনা কার্যক্রমের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে দুইদিনব্যাপী (২৪-২৫ জুলাই) কর্মশালা চবি এ কে খান আইন অনুষদ অডিটরিয়ামে গতকাল শনিবার শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের। কর্মশালা উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে এবং চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার।
প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের তাঁর বক্তব্যের শুরুতে সময়োপযোগী সেমিনার আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের সম্মানজনকভাবে টিকিয়ে রাখতে হলে টেকসই উন্নয়নের কোন বিকল্প নেই। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্যই হলো গবেষণার মাধ্যমে জ্ঞান সৃজন ও তা বিতরণ। গবেষণার গ্রহণযোগ্যতা নিশ্চিতে নির্দিষ্ট মেথোডোলজি মেনে গবেষণা পরিচালনা করা জরুরী। অন্যথায় গবেষণা গ্রহণযোগ্যতা হারাবে মর্মে তিনি অভিমত ব্যক্ত বরেন। গবেষণার ওপর বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালুর বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, এ ধরণের অ্যাওয়ার্ড চালু থাকলে নবীন গবেষকরা গবেষণায় অধিকতর আগ্রহী হবেন। তিনি বিশ্ববিদ্যালয়ে ই-নথি চালু, এলামনাই প্রোফাইল এবং একাডেমিক ক্যালেন্ডার চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে সার্বিকভাবে এগিয়ে নিতে হলে মান সম্মত গবেষণার কোন বিকল্প নেই; বিশ্ববিদ্যালয়কে দেশে এবং বিদেশে র‌্যাংকিং তথা উন্নত বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যেতে হলে মান সম্মত গবেষণাই একমাত্র অবলম্বন। উপাচার্য বলেন, চবি’র তরুণ শিক্ষকবৃন্দ অত্যন্ত মেধাবী। তাঁরাই পারবে বিশ্ববিদ্যালয়কে শিক্ষা-গবেষণায় অধিকতর এগিয়ে নিতে। এ কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ শিক্ষকবৃন্দ পারস্পরিক জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে মান সম্মত গবেষণা তৈরিতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পাবেন মর্মে আশাবাদ ব্যক্ত করে উপাচার্য কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।কর্মশালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৮৬ জন নবীন শিক্ষক অংশগ্রহণ করছেন। এতে ২ দিনে মোট ১২ টি সেসনে ১১ জন শিক্ষক ও গবেষক গবেষণার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য প্রদান করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলালিংক ও যমুনা ব্যাংককে সাকিবের লিগ্যাল নোটিশ
পরবর্তী নিবন্ধআবৃত্তিশিল্পী সুমন বিশ্বাসের অকাল প্রয়াণ