আবৃত্তিশিল্পী সুমন বিশ্বাসের অকাল প্রয়াণ

| সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৪:৫৮ পূর্বাহ্ণ

স্বরনন্দন প্রমিত বাঙলা চর্চা কেন্দ্রের পুরোধা আবৃত্তিশিল্পী প্রশিক্ষক ও নির্দেশক সুমন বিশ্বাস (৪৩ বছর) গতকাল সকালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আকস্মিক মৃত্যুবরণ করেন। তাঁর অকাল প্রয়াণে সর্বস্তরের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। এদিন বেলা দুটোয় নগরীর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সর্বস্তরের সাংস্কৃতিক সংগঠন, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তাঁকে ফুলেল শ্রদ্ধায় শেষ শ্রদ্ধা জানান। এরপর বিকেল সাড়ে চারটায় নগরীর বলুয়ার দীঘিস্থ মহাশ্মশানে তার শেষ কৃত্যানুষ্ঠানের আয়োজন হয়। তিনি মা, বাবা, ঠাকুরদিদি, কাকা-কাকী, স্ত্রী, এক কন্যা, এক বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি সোহেল আনোয়ার, সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ শোক প্রকাশ করেছেন। বোধনের আবৃত্তিশিল্পীরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে দরকার মানসম্মত গবেষণা
পরবর্তী নিবন্ধসাহিত্যিক আনিসুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ