বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ৫:৪৩ পূর্বাহ্ণ

সেমিফাইনালের লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ। এরই মধ্যে টুর্নামেন্টের সুপার টুয়েলভ পর্বের টানা তিন ম্যাচে হেরে এক রকম ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। পরের দুই ম্যাচ বলতে গেলে কেবলই আনুষ্ঠানিকতার। সে দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ দলের অল রাউন্ডার সাকিব আল হাসান। গতকাল সাকিবের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে বল করার সময় হার্মেস্ট্রিংয়ে টান পড়ে সাকিবের। সে টান নিয়েই চার ওভার বল করেন সাকিব। পরবর্তীতে ব্যাট হাতে নামেন ইনিংস সুচনা করতে। তখনই বেশ ভালভাবেই ইনজুরির বিষয়টি টের পান সাকিব। সেদিন থেকে ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে ছিলেন সাকিব। যা শেষ হওয়ার কথা ছিল আজ। কিন্তু তার আগেই গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে সাকিবের ইনজুরির যা অবস্থা তাতে আগামীকাল মঙ্গলবার দাক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সাকিবের নামা সম্ভব নয়। ফলে বিশ্বকাপের নিজেদের পরের দুই ম্যাচে সাকবিকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। সুপার টুয়েলভ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি অস্ট্রেলিয়ার বিপক্ষে।
বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে থাকা চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী এক বিবৃতিতে জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে সাকিবের বাম হ্যামস্ট্রিংয়ের নিচের অংশে একটা স্ট্রেইন হয়। খেলাটা কোনোরকমে শেষ করতে পারলেও, এরপর ব্যথা বেড়ে যাওয়াতে আমরা তার ইনজুরি স্ক্যান করে দেখি। পরীক্ষা-নীরিক্ষায় তার গ্রেড ওয়ান ইনজুরি ধরা পড়ে। যেহেতু গ্রেড ওয়ান ইনজুরি সেহেতু আগামী কিছুদিন তার খেলাধুলায় অংশগ্রহণে সমস্যা হবে। এ কারণে আমরা তাকে খেলা থেকে বিরত থাকতে বলেছি। সপ্তাহ খানেক পর আবার আমরা রিভিউ করবো তার ইনজুরির অবস্থা কী। তবে বিশ্বকাপের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন সাকিব। পরবর্তী পরীক্ষা না করা পর্যন্ত কবে নাগাদ সে ফিরতে পারবে তা বলা যাচ্ছে না। এদিকে বিসিবি’র বিবৃতিতে আরও জানানো হয়েছে বিশ্বকাপের বাকি ম্যাচের জন্য অতিরিক্ত কোনো খেলোয়াড়কে দলে নেওয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে বিক্ষোভ, অবরোধ
পরবর্তী নিবন্ধআয়কর রিটার্ন দাখিল শুরু হচ্ছে আজ