বিভিন্ন স্থানে ইফতার মাহফিল

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ১০:১৮ পূর্বাহ্ণ

টেরিবাজার ব্যবসায়ী সমিতি : টেরিবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে গত সোমবার সংগঠনের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ হোছাইনের সঞ্চালনায় নগরীর একটি কনভেনশন হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এস.এম. ওবাইদুল হক, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি সালামত আলী, তামাকুমন্ডি লেইন বনিক সমিতির সভাপতি সরওয়ার কামাল, সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন। আলোচনা করেন মাওলানা আনোয়ারুল হক আজহারী, অধ্যক্ষ ইমরানুল হক সাঈদ। উপস্থিত ছিলেন নুরুল আবছার, ফজল আহমদ, মাহবুবুর রহমান, মুহাম্মদ ফরিদ উদ্দিন, আবুল কালাম কালু প্রমুখ।

রিহ্যাব : গত সোমবার রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। ভাইস প্রেসিডেন্ট ও দেলোয়ার হোসেন ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দেন। আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক লায়ন সুরুজ সরদার, পরিচালক প্রফেসর মো. ফারুক আহমেদ, পরিচালক মোরশেদুল হাসান, এ্যাডভোকেট আবদুল কাইউম ভূঁইয়া, সৈয়দ ইরফানুল আলম, সারিস্থ বিনতে নূর, নূর উদ্দিন আহম্মদ, মাইনুল হাসান প্রমুখ।

চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন, প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরীর সংবর্ধনা এবং রমাদানের তাৎপর্য আলোচনা ও ইফতার মাহফিল গত ২৬ মার্চ বিকেলে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি জামাল মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চবি আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ ও প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। সম্মানিত অতিথি ছিলেন সমিতির প্রাক্তন সভাপতি মুহাম্মদ শামসুল আলম, মুহাম্মদ শওকত আলী নূর, অধ্যাপক মো. জসিম উদ্দীন খান, সমিতির পৃষ্ঠপোষক মোহাম্মদ হারুনুর রশীদ, সহযোগী অধ্যাপক তাসনুভা রহমান শীলা প্রমুখ। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, সহসভাপতি ড. মো. মোরশেদুল আলম, অর্থ সম্পাদক আ ন ম নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক হোসাইনী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেহেনা আখতার বেগম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফতেয়াবাদে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধজমিয়তুল ফালাহ্‌ মসজিদে শেষ রমজান পর্যন্ত ইফতার ও সাহরীর আয়োজন