জমিয়তুল ফালাহ্‌ মসজিদে শেষ রমজান পর্যন্ত ইফতার ও সাহরীর আয়োজন

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগ

| বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ১০:২০ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাসে জমিয়তুল ফালাহ্‌ জাতীয় মসজিদে ১৫ থেকে শেষ রমজান পর্যন্ত রোজাদারদের জন্য ইফতার ও সাহরীর আয়োজন করছে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট। এ কর্মসূচি আয়োজনের প্রথম দিবসে ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর বলেন, ট্রাস্টের বিভিন্ন মানবিক কার্যক্রমের আওতায় ১৫ রমজান থেকে শেষ রমজান পর্যন্ত প্রতিদিন ৬০০ জন রোজাদারের ইফতার এবং ২০ রমজান হতে প্রায় ১৬০ জন ইতিকাফকারীর রাতের খাবার ও সাহরীর ব্যবস্থা থাকবে। এসময় উপস্থিত ছিলেন চবি ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন, পিপলস্‌ ইন্স্যুরেন্সের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সিরাজুল মোস্তফা, আন্তর্জাতিক শোহাদায়ে কারবালা মাহফিল উদযাপন পরিষদের সহঅর্থ সম্পাদক মোহাম্মদ মাহাবুবুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধবান্দরবানে সৎ পিতার যাবজ্জীবন কারাদণ্ড