বান্দরবানে সৎ পিতার যাবজ্জীবন কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ১০:২০ পূর্বাহ্ণ

বান্দরবানে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। গতকাল বুধবার দুপুরে বান্দরবান সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা আদালত এ রায় দেন।

আদালত ও আইনজীবী সূত্রে জানা গেছে, রোয়াংছড়ি উপজেলার থোয়াইঅং গ্যা পাড়া এলাকার বাসিন্দার সাজাপ্রাপ্ত আসামি আপুইমং তার স্ত্রীর অনুপস্থিতিতে সৎকন্যাকে ধর্ষণ করতো। পরে ঘটনা জানাজানি হলে ভিক্টিমের মা আসামির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ঘটনায় রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্য আদালতে উপস্থাপন করেন। বিচারক আসামি আপুইমং মারমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা এবং জরিমানার টাকা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পি পি বাসিংথুয়াই মারমা। রায়ের পর আসামিকে পুনরায় জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজমিয়তুল ফালাহ্‌ মসজিদে শেষ রমজান পর্যন্ত ইফতার ও সাহরীর আয়োজন
পরবর্তী নিবন্ধযথাযোগ্য মর্যাদায় রাউজানে স্বাধীনতা দিবস উদযাপন