বিভিন্ন স্থানে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ

| বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন : এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজান মাসে নগরীর প্রতিটি ওয়ার্ডে খেটে খাওয়া মানুষ, সড়কে চলাচলরত কর্মজীবী ও দুস্থদের মাঝে প্যাকেটজাত ইফতার সামগ্রী কার্যক্রম গতকাল সোমবার এনায়েত বাজার ওয়ার্ডে পরিচালিত হয়। ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীরা ট্রাকে করে এনে এসব ইফতার সামগ্রী লকডাউন চলাকালে প্রশাসনের অনুমতিক্রমে স্বাস্থ্যবিধি মেনে রোজাদারদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, সরক্ষিত আসনের কাউন্সিলর নীলু নাগ, শিবু প্রসাদ চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সীতাকুণ্ডে প্রতিবন্ধীদের মাঝে রমজানের শুকনা ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেছেন সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম। এ সময় তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনার এই দুঃসময়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে থাকতে। আমি সব সময় সীতাকুণ্ডের মানুষের পাশে আছি। আমার পক্ষ থেকে সীতাকুণ্ডের মানুষের জন্য সব সময় সাহায্য সহযোগিতা অব্যাহত আছে, থাকবে।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শিহাব উদ্দিন, সমাজসেবক মো. জসিম উদ্দিন, বারৈয়াঢালা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. নুরনবী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সহ প্রতিবন্ধী কমিটির নেতৃবৃন্দ।
পটিয়া : গতকাল মঙ্গলবার পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আহমদ ছাফা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি। উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মৎস্যজীবী লীগের হাবিলাসদ্বীপ ইউনিয়নের আহবায়ক খুরশিদ আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শাহজাহান চৌধুরী, মীর মুজিবল হক হায়দার, মোহাম্মদ ইসহাক, তৌহিদুল আলম জুয়েল, সাহাবুদ্দিন সাদী, উজ্জ্বল ঘোষ, মনি, সাজ্জাদ হোসেন, মেহেদী হাসান মারুফ। পরে আহমদ ছাফা ফাউন্ডেশনের পক্ষ থেকে হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিরতণ করা হয়।
শিক্ষা উপমন্ত্রীর পক্ষে ইফতার বিতরণ : পবিত্র মাহে রমজানকে উপলক্ষে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ হতে পতেঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহরাজ তৌসিফের সহযোগিতায় পথচারীদের মাঝে পুরো রমজান মাসব্যাপী ইফতার বিতরণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিতরণে সহায়তা করছেন ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম সাকিব, মাহিন ইবনে রশিদ, ফারহান রাতুল, আলভী, তমাল, ওমর, আতিক রেজা, সজীব, খালেদ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে অসহায় বৃদ্ধের পাশে ইউএনও
পরবর্তী নিবন্ধবিমান বাহিনীর চিকিৎসা ক্যাম্প উদ্বোধন