বিভিন্ন স্থানে অর্থ ও বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গোৎসব

| বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের কাছে অসাম্প্রদায়িক রাস্ট্র হিসেবে উপস্থাপিত হবে। এদেশে যে যার যার ধর্ম নিঃসংকচিত্তে ও নির্ভয়ে পালন করতে পারবে এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন বঙ্গবন্ধু কন্যা। একাজে অনেক দূর এগিয়েছে তিনি। গত সোমবার লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ উপজেলার দুর্গাপূজা মণ্ডপগুলোতে প্রধানমন্ত্রীর পক্ষে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ব্যক্তিগত উদ্যোগে অনুদান বিতরণ অনুষ্ঠানে মুঠোফোনে বিপ্লব বড়ুয়া এসব কথা বলেন। উপজেলা আ.লীগের সহ সভাপতি নিবাস দাশ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএনও আহসান হাবিব জিতু, বিজয় কুমার বড়ুয়া, সালাহউদ্দীন হিরু, প্রসেনজিৎ পাল, সুজিত পাল, রিদুয়ানুল হক সুজন, নাছির উদ্দিন, রিটন বড়ুয়া রোনা, মিয়া মোহাম্মদ শাহজাহান, নুরুচ্ছফা চৌধুরী হুমায়ুন কবীর, হারুনুর রশিদ, সাজ্জাদ হোসাইন অভি, সাদ্দাম হোসেন, কামাল উদ্দিন, হামীম হোসেন রবিন, নজরুল ইসলাম, নাছির উদ্দিন, রিদওয়ানুল হক রুবেল, আমিনুল ইসলাম ইভান, জিল্লুর রহমান ও মোরশেদ আলম প্রমুখ।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ১১৯ টি পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে ভোগ্যপণ্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির ব্যাক্তিগত অনুদানের নগদ অর্থসহায়তা প্রদান করা হয়েছে। আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদোয়ান করিম চৌধুরী সায়েম, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন ও সাধারণ সম্পাদক নিউটন সরকার, অজিত কুমার নাথ, অনুপম চক্রবর্ত্তী বাবু, ঝোটন মজুমদার, পিযুষ দত্ত, অনুপম দত্ত, শ্রীমান দাশ জুয়েল, আশিষ চৌধুরী, রনি সিংহ, অরবিন্দ নাথ প্রমুখ।
৩১নং আলকরণ ওয়ার্ড : নগরীর ৩১নং আলকরণ ওয়ার্ডে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চসিক ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালামের ব্যক্তিগত উদ্যোগে গতকাল সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। আলকরণ যুবক সমিতির সভাপতি ডা. সজীব তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর পুলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর নিলু নাগ, আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইসহাক। উপস্থিত ছিলেন রহুল আমিন তপন, দীপক চৌধুরী, মুকুল দাশ, মানস কুসুম রায়, শ্যামল মিত্র, তপন রায়, মো. ইসমাইল, মো. ইব্রাহিম, শফিউল আজম, স্বপন কুমার ভট্টাচার্য্য, ফজলুল হক, আব্দুর রহমান বাহার, আমির আহমেদ, সৈয়দ নুরুল কবির, শওকত ওসমান মুন্না, নাসির উদ্দিন, মো. সোলায়মান, মীর কায়সার চৌধুরী রনি, জাহেদুল ইসলাম, আব্দুল মালেক, পম্পি দাশ প্রমুখ।
দক্ষিণ জেলা পূজা পরিষদ : বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গতকাল শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে পটিয়া রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব, জিতেন কান্তি গুহ, রতন চক্রবর্তী, মাস্টার শ্যামল কান্তি দে, শ্যামল বিশ্বাস, তাপস কুমার দে, অধ্যাপক যদু রঞ্জন চৌধুরী, দত্ত, প্রণব দাশ। বিশ্বজিত দাশ সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডা. প্রসেনজিৎ মিত্র, বিশ্বজিত দাশ, আশীষ মিত্র, রুবেল দত্ত, রেখা দাশ, রূপসী দাশ, অরুন কান্তি দাশ, নয়ন সিংহ, প্রদীপ দে, সদস্য সান্টু দাশ, অভি দে, বাবুল শীল প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
রাঙ্গুনিয়ার পোমরা : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া শীল বাড়ি দুর্গাপূজা মণ্ডপে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ ও মহাষষ্ঠি পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজন কমিটির সভাপতি দয়াল হরি শীল। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ। প্রধান আলোচক ছিলেন শৈবাল চক্রবর্তী। উদ্বোধক ছিলেন অঞ্জন শীল। বিশেষ অতিথি ছিলেন েছৈয়দুল আলম তালুকদার, মাস্টার মুসলেম উদ্দিন, আমির হামজা, আনোয়ার আজিজ প্রমুখ। ধর্মীয় আলোচক ছিলেন শংকরানন্দ মহারাজ। স্বাগত বক্তব্য দেন রুমন শীল রিমন। মানিক কান্তি দাশের সঞ্চালনায় বক্তব্য দেন প্রকৌশলী পিপলু শীল, ডা. কাজল শীল, পলাশ কুমার চৌধুরী, জয় শীল, বাদল দাশ, পোমরা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমির চক্রবর্তী সাগর প্রমুখ।
হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদ : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার উপজেলার চৌধুরীহাটস্থ ক্ষেত্রপাল বাড়ির মাস্টার্স সোসাইটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি কল্যান পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান পৃষ্টপোষক ও চবির সংস্কৃত বিভাগের সভাপতি ড. শিপক নাথ। প্রধান বক্তা ছিলেন পরিষদের সহ সভাপতি সাংবাদিক বাবলু দাশ। বিশেষ অতিথি ছিলেন ডা. অসীম দাশ গুপ্ত, আশীষ দে, ইউপি সদস্য লিটন দাশ।
পাথরঘাটা পূজা পরিষদ : পাথরঘাটা পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীতে বস্ত্র বিতরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পূজামণ্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি টিপু দাশ গোপালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন বিশ্বাঙ্গীর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ডা. নারায়ণ কান্তি মজুমদার। আশীর্বাদক ছিলেন বলরাম দাশ মহারাজ। প্রধান অতিথি ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক। বিশেষ অতিথি ছিলেন মিলন শর্মা, সমাজসেবক অনুপ বিশ্বাস। বক্তব্য রাখেন সুভাষ দাশ রুপন, অচিন্ত্য দাশ, রুপম দত্ত, তুষার দাশ, শান্ত দাশ, স্বদেশ দাশ, আকাশ সেনগুপ্ত, অজয় দাশ, আপ্যায়ন সম্পাদক প্রথম দাশ, শিপন দাশ প্রমুখ।
পটিয়া যুবলীগ : পটিয়ায় কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ এলাকার অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। পটিয়া পৌরসভার রামকৃষ্ণ মিশনে আনুষ্ঠানিকভাবে এই বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পূজা উদযাপন কমিটির নেতা পুলক দা, পটিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ডা. অজয়, সাইফুল ইসলাম, তৌহিদুল আলম জুয়েল, আনোয়ার, ভোলা, আব্দুল ছবুর, দিহান ও সাজ্জাদ হোসাইন।
কাউন্সিলর আবুল হাসনাত বেলাল : ৩৫০ জন সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলালের ব্যবস্থাপনায় বস্ত্র বিতরণ করা হয়েছে। ইঞ্জিনিয়ার আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে শারদীয় শুভেচ্ছা উপহার বিতরণ সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলর আবুল হাসনাত বেলাল। এতে বক্তব্য রাখেন বদিউল আলম, ছিদ্দিক আহমদ, ফরিদ মাহমুদ, বিদ্যুৎ বড়ুয়া, কাউন্সিলর আঞ্জুমান আরা, শেখ দেলোয়ার হোসেন, আফছার উদ্দিন সেলিম, এম এ কাদের, দেলোয়ার হোসেন দেলু, ওসমান গণি সোহাগ, সাধন সিংহ, স্বপন চৌধুরী, তপন সিংহ, হাবিবুল আলম পিয়ারু, বিশ্বজিত চৌধুরী, মোজাম্মেল হোসেন সোহাগ, নাজমুল হাসান রুমী, দেবাশীষ মজুমদার, পূজন লোধ, মঈনুদ্দীন মহিন, শরীফ হোসেন, মাহমুদুল হাসান, কাজী সালাহ উদ্দিন লাভলু প্রমুখ। সভা শেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩৫০ জন সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শারদীয় উপহার বিতরণ করা হয়।
বাঁশখালী পূজামণ্ডপ : বাঁশখালীতে সনাতনী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজা উপলক্ষে অনুদান প্রদান করেছে উপজেলা আওয়ামী লীগ। দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজিবুর রহমান সিআইপির পক্ষ থেকে গতকাল পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপে এই অনুদান প্রদান করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নূর হোসেন, দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, আমান উল্লাহ চৌধুরী, রাফসান আহমদ, আবু সাঈদ বাবুল, মহিউদ্দিন উপস্থিত থেকে এসব আর্থিক অনুদান প্রদান করেন।
আনোয়ারা ফনিভূষণ ও আশালতা ফাউন্ডেশন : আনোয়ারা প্রতিনিধি জানান, উপজেলার জয়কালী বাজারের কচিকাঁচা গোষ্ঠী আয়োজিত অনুষ্টানে গরীব ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন ফনি ভূষণ ও আশালতা ফাউন্ডেশনের চেয়ারম্যান চন্দন বিশ্বাস। আনোয়ারা কচি কাঁচা গোষ্ঠির সহ সভাপতি তাপস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পলাশ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্টানের উদ্বোধক ছিলেন আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উৎপল সেন। প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার (দোলন)। প্রধান বক্তা ছিলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. দিদারুল ইসলাম, বিশেষ অতিথিদের মাঝে বক্তব্য রাখেন অনুপম চক্রবত্তী বাবু, নিউটন সরকার, জাহেদুল ইসলাম, অঘোর সিংহ ও রনি সিংহ। অনুষ্টানে ফনিভূষণ ও আশালতা ফাউন্ডেশনের উদ্যোগে ২ শত গরীব ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
পাঁচলাইশ ৩নং ওয়ার্ড : নগরীর বায়েজীদ বোস্তামী থানা পূজা কমিটির মাধ্যমে পাঁচলাইশ ৩নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান দিলেন মহানগর আওয়ামী লীগ নেতা ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম। পূজা মণ্ডপগুলোর মধ্যে শীল সংঘ, গীতা সংঘ, হরিপুর সেবক সংঘ, পিংক খন্দকিয়া সমাজ কল্যাণ সমিতিসহ বিভিন্ন মণ্ডপে সম্প্রতি অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগের সদস্য জিএস মোহাম্মদ কফিল উদ্দীন, বায়েজিদ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস আলি। বক্তব্য রাখেন আমিনুল করিম। এতে সভাপতিত্ব করেন বায়েজীদ বোস্তামী থানা শাখা পূজা কমিটির সভাপতি উজ্জ্বল দেওয়ানজি।
চসিক ৬নং ওয়ার্ড : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন চসিক ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চকবাজার থানা পূজা পরিষদের সভাপতি লিটন দাশ ইপ্তি। আলোচনায় অংশ নেন মুহাম্মদ হোসেন, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ সাইফুদ্দিন, মুহাম্মদ নুর উদ্দিন, লিটন দাশ, লিটন দে, সুমন, ইমন, বিকাশ দাশ, টিংকু দাশ প্রমুখ। সভায় লায়ন এম আশরাফুল আলম পূজাকালে ধর্মীয় নিয়ম-নীতি অনুসরণের মাধ্যমে ধর্মীয় উৎসব পালন করার আহ্‌বান জানান। সেই সাথে পূজা উৎসব উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পতেঙ্গা উত্তর পাড়া দুর্গোৎসব পূজা উদযাপন পরিষদ : শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে কাটগড় মুসলিমাবাদ জেলে পাড়ার চন্ডী মন্দির পূর্ণ সদ্দারের বাড়ি প্রাঙ্গণে উত্তর পাড়া সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জনসচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা জহুর লাল দাশ, উত্তর পতেঙ্গা জেলে পাড়া মৎসজীবী সমবায় সমিতির সভাপতি সোনা বাবু জলদাশ, পূজা উদযাপন পরিষদের সভাপতি পান্না দাশ, সহ-সভাপতি সমীরন দাশ, মিন্টু দাশ, অধীর দাশ, সাধারণ সম্পাদক সুব্রত দাশ, তাপস দাশ, রাজীব দাশ, মন্টু দাশ, সুকুমার দাশ, রাতুল দাশ, প্রকাশ দাশ, সান্টু দাশ, বাপ্পী দাশ, রুপন দাশ। পূজা পরিচালনায় ভুপতী দাশ, সার্বিক সহযোগিতায় ছিলেন কালা বাঁশী দাশ, শেফাল দাশ, সন্তোষ দাশ, কার্ত্তিক দাশসহ পরিষদের নেতৃবৃন্দ।
কাপ্তাই সেনা জোন : কাপ্তাই প্রতিনিধি জানান, শারদীয় দূর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে কাপ্তাই সেনা জোন। পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং পুরোহিতগণ অনুদানের অর্থ গ্রহণ করেন। জানা গেছে, ৫৬ ইস্ট বেঙ্গল কাপ্তাই সেনা জোন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে অনুদান প্রদান করেন কাপ্তাই জোন অধিনায়ক লে. কর্নেল আনোয়ার জাহিদ। এসময় উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারী।
মেখল ইউনিয়ন : পশ্চিম মেখল ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান পন্ডিত রুদ্র আচার্য সভাপতিত্বে গত ১১ অক্টোবর অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন পণ্ডিত নিরঞ্জন প্রসাদ আচার্য্য। প্রধান অতিথি ছিলেন মেখল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহউদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পণ্ডিত স্বপন কান্তি আচার্য্য, মন্দিরা আচার্য্য, সুভাষ আচার্য্য, প্রদীপ আচার্য্য, সুজন আচার্য্য, জয় আচার্য্য, সাথী আচার্য্য, চন্দ্ররাজ আচার্য্য, পিপলু আচার্য্য, প্রান্ত আচার্য্য, শিবলু আচার্য্য।
বন্দর থানা পূজা পরিষদ : শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে গত ১২ অক্টোবর বন্দর থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদশন করেছেন বন্দর থানা পূজা উদ্‌যাপন পরিষদ নেতৃবৃন্দ। বন্দর থানা পূজা পরিষদের সভাপতি অশোক দত্ত ও সাধারণ সম্পাদক রতন দাশের নেতৃত্বে বন্দর থানার মিতালী সংঘ পূজামণ্ডপ, বন্দর মন্দির কমিটি পূজা মণ্ডপ, উদয়ন সংঘ পূজা মণ্ডপ, পদ্মকলি পূজামণ্ডপ, অভিনাষ কলোনী পূজামণ্ডপ সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে দর্শনার্থীদের কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন শিবু দত্ত, দিপু দত্ত, পিযুষ চৌধুরী, অনুকূল দেবনাথ, পুলিন বিহারী মজুমদার, অজিত দেবনাথ, রনজিত শীল, ঠাকুর দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআলমগীর শামসুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিহ্যাবের প্রেসিডেন্ট নির্বাচিত
পরবর্তী নিবন্ধআগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী নেপাল