বিভিন্ন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আজাদী ডেস্ক | শনিবার , ১৮ জুন, ২০২২ at ১১:৫১ পূর্বাহ্ণ

বিভিন্ন বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গুনিয়ার ঘাটচেক উচ্চ বিদ্যালয় : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, উপজেলার ঘাটচেক উচ্চ বিদ্যালয়ের এসএসসির সাধারণ ও ভোকেশনাল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয়ের হলরুমে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাহ। স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. মুমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর কাউন্সিলর আবুল কাশেম, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জন বড়ুয়া, সাংবাদিক জগলুল হুদা, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য আজিজ হোসেন, শফিউল আলম, আবু বক্কর সিদ্দিক দিদার, মো. পারভেজ, মোহাম্মদ আবদুল আজিজ, শিক্ষক প্রতিনিধি এস এম জসিম উদ্দিন, সুধাংশু চক্রবর্তী, নঈমা বেগম প্রমুখ। বক্তব্য দেন শিক্ষক আবদুল মালেক, চন্দন মিত্র, বিদায়ী শিক্ষার্থী সামিয়া আক্তার। সঞ্চালনা করেন শিক্ষক সনজিত তালুকদার। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

চাঁদপুর মাদ্রাসা : বাঁশখালী চাঁদপুর কিউএইচআরডিইউ সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠান গত ১৪ জুন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আহমেদের সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি খোরশেদ আলম। বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু নাছের, মাওলানা ইব্রাহিম রহমানি, মাওলানা মহিউদ্দীন, মাস্টার আহমদ কবীর, মাস্টার নুপুর কান্তি দাশ, জানেউল আলম, পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইয়াদুল করিম, আয়েশা জুলেখা প্রমুখ। এসময় দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

শোভনদন্ডী স্কুল অ্যান্ড কলেজ : পটিয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল মামুন বলেছেন, লেখাপড়া না করে বড় হওয়ার সুযোগ নেই। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। গতকাল শোভনদন্ডী স্কুল অ্যান্ড কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলেজ অধ্যক্ষ মো. হামিদ হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম মজুমদার। অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য আবুল হাছান খোকন, গভর্নিং বডির দাতা সদস্য মো. এরশাদুল আলম, শিক্ষা উপ-কমিটির সদস্য মো. আইয়ুব আলী, সাবেক সদস্য আবু ছালেহ পারভেজ ও নজরুল ইসলাম সালমান। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. ওসমান গণী, প্রদীপ চক্রবর্তী, জুলফিকার আলী প্রমুখ।

মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয় : ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মনজুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে সমর রায় নাথের পরিচালনায় গত ১৬ জুন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাটহাজারী আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারী নাথ। বক্তব্য রাখেন শিক্ষাবিদ অমর নাথ চৌধুরী, অঞ্জন চৌধুরী, দূর্গাপদ নাথ, বিজন বিহারী নাথ, বিবেকানন্দ রায়, অনুপ ঘোষ টিটু, সুমন চৌধুরী, লায়ন রিমন মুহুরী, বিকাশ ধর, লক্ষী রাণী চৌধুরী, জলি পারিয়াল, সাকী দেব, রুজী দাশ, স্বাথী শীল, লিটন শীল, সৈয়দ মুহাম্মদ সিরাজ, জগন্নাথ চন্দ্র দাশ, সৈয়দ ইমাম হাসান, মিলকু নাথ, সুদীপ্ত চৌধুরী, তামান্না সুলতানা, লিজা চৌধুরী, জয়শ্রী কুন্ড, বাবুল চক্রবর্তী প্রমুখ। আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয় : হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের-২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাফেজ আহাম্মদ ইপিসিএস’র স্মরণ সভা শুক্রবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষানুরাগী মোহাম্মদ নুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নুরুল আলম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন ১০নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলম, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য আরিফুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আজাদ, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ মুজিবুর দৌলাহ চৌধুরী দৌলত। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক ও রহমত উল্লাহ। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও বিদায়ী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। শেষে খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পিপি সিরাজুল ইসলামের জানাজা সম্পন্ন
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসের শঙ্কা