বিভিন্ন পর্যায়ের নারী নেটওয়াকের্র সাথে সভা

| শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

খান ফাউন্ডেশন আয়োজিত ‘অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ চট্টগ্রাম জেলার উদ্যোগে গত মঙ্গলবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে নীতিমালা বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশুর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. সোলাইমান আলম শেঠ, উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ মইনুদ্দিন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জান্নাত আরা মনজু, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু জাফর মো. কামাল।

মুক্ত আলোচনায় অংশ নেন, নিলুফার ইয়াসমিন, রাবেয়া আক্তার, মনোয়ারা বেগম, উম্মে সাজিয়া সুলতানা, মন্‌জু আরা বেগম, প্রীতি আইচ, বিবি গোল জান্নাত, কাঞ্চন আক্তার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, রেহেনা খাতুন। উপস্থাপনায় ছিলেন, মো. মোজাফ্‌ফর হোসেন। সহযোগিতায় ছিলেন মো. ফারুক মিয়া।

সভায় বক্তরা বলেন, পুরুষতান্ত্রিক পরিবারে নারীদের সামনে এগিয়ে যেতে হবে। নারী পুরুষের কোন পার্থক্য না রেখে সমানভাবে এগিয়ে যেতে হবে, রাজনৈতিক অঙ্গনে নারীদের ব্যাপক ভূমিকা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিইউএসডি ডিবেট ওয়ার্কসপের সমাপনী
পরবর্তী নিবন্ধঅপার বেদনার পথে