সিইউএসডি ডিবেট ওয়ার্কসপের সমাপনী

| শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের (সিইউএসডি) উদ্যোগে ১২ থিমেটিক ডিবেট ওয়ার্কস এন্ড চ্যাম্পিয়নশীপের সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার চবি গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে ও চবি রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।

মডারেটর প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, চবি কম্পিউটার সায়েন্সে এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো, হানিফ সিদ্দিকী এবং মার্কেটিং বিভাগের প্রফেসর ড. ফুয়াদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইউএসডি’র সাধারণ সম্পাদক ফারহানা যুথী।

সমাপনী বক্তব্য রাখেন সিইউএসডির সভাপতি নাজমুল হাসান তুষার। উপাচার্য বলেন, বিতর্ক একটি অন্যতম শিল্প মাধ্যম। যুক্তির মাধ্যমে অন্যের বক্তব্য খন্ডন করাই হলো বিতর্কের মূল লক্ষ্য। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে বিতর্ক শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ তৈরির পাশাপাশি অন্যের মতামতের প্রতি সহনশীল হতে শেখায়। উপাচার্য শিক্ষার্থীদেরকে একাডেমিক শিক্ষার সাথে সাথে খেলাধুলা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা নিয়মিত অব্যাহত রাখার আহবান জানান।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮ টি দল অংশগ্রহণ করে। এছাড়াও ইংলিশ পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশের সব বড় অর্জন আওয়ামী লীগের হাত ধরেই সম্ভব হয়েছে
পরবর্তী নিবন্ধবিভিন্ন পর্যায়ের নারী নেটওয়াকের্র সাথে সভা