বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের আলোচনা সভা

| শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৫০ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবী সংস্থা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৩০ তম শিকাগো বক্তৃতার বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গুনিয়া শান্তি নিকেতনস্থ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে সমবেত প্রার্থনা ও আলোচনা সভা সমপ্রতি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবলু শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যাপক অসীম কুমার শীল।

আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক দিলীপ দাশগুপ্ত, রাঙ্গুনিয়া শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বামী বিবেকানন্দ ছিলেন মানব জীবনে শান্তি প্রতিষ্ঠার অন্যতম দিকপাল। আমাদের সমাজে শান্তি ও মানবকল্যাণমুখী করতে হলে স্বামী বিবেকানন্দের আদর্শকে ধারণ ও লালন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা নিয়ে আমৃত্যু কাজ করে গেছেন কলিম উল্লাহ মাস্টার
পরবর্তী নিবন্ধমহানগর স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল