বিদ্যুৎ কেন্দ্রে নাশকতা চেষ্টার অভিযোগে ৩ শিবির নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ অক্টোবর, ২০২০ at ৫:৫৪ পূর্বাহ্ণ

দেশজুড়ে ধর্ষণের প্রতিবাদে চলমান আন্দোলনের ছদ্মাবরণে মাঠে নামার সুযোগ খুঁজছে জামায়াত শিবির। উদ্দেশ্য তাদের এ ঘটনাকে ইস্যু বানিয়ে নাশকতা চালানো। গতকাল এ ধরনের একটি ঘটনা ঘটানোর সময় শিবিরের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ওসি নেজামউদ্দীন।
ওসি নেজাম আজাদীকে বলেন, শাহ আমানত সেতু সংযোগ সড়কস্থ বাকলিয়া ৩৩ কেবি বিদ্যুৎ উপ-কেন্দ্রের সামনে রাস্তার উপর জামায়াত শিবিরের কয়েকজন নেতাকর্মী অবস্থান করছিল। আন্দোলনের নামে তারা বাকলিয়া বিদ্যুৎ উপ-কেন্দ্রে নাশকতা চালাবে। সংবাদ পেয়ে থানার একাধিক টীম সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলো-নগর ছাত্র শিবিরের (উত্তর) সাথী মো. শহীদুল্লাহ (২১), নগর ছাত্র শিবিরের (উত্তর) সাথী ও সহকারী বিজ্ঞান সম্পাদক মো. তানভীর ইসলাম (২৪), আব্দুল্লাহ আল মাহফুজ(২২)। এসময় অন্যরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ১০টি লোহার রড, ৫টি লাঠি, ৪টি ককটেল জব্দ করে।
ওসি নেজাম আরো জানান, গ্রেপ্তারকৃতদের তথ্য মতে ছালছাবিল টাওয়ার, কে.বি.আমান আলী রোডে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মাহফুজকে (২২) গ্রেপ্তার করা হয়। তার বাসায় পলাতক আসামিরা নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করেছিল। মাহফুজের বাসা তল্লাশি করে মাওলানা মতিউর রহমান নিজামী, সাইয়েদ আবুল আলা মওদুদী রচিত ‘ঈমানের হাকিকত’, জামায়াত ইসলামীকে নিশ্চিহ্ন করার আওয়ামী ষড়যন্ত্র, জামায়াত ইসলামীর বৈশিষ্ট্য, সংগঠন পদ্ধতি জামায়াত ইসলামী, গঠনতন্ত্র জামায়াত ইসলামী নামে বিভিন্ন পুস্তিকা জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধধর্ষণে কঠোর শাস্তি