বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শীতবস্ত্র বিতরণ

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৫:৫৬ অপরাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন বিভাগের সেন্টার ফর কমিউনিটি অ্যাওয়ারনেস (সিসিএ) ক্লাবের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ট্রেজারার প্রফেসর আ.ন.ম ইউসুফ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর আইন অনুষদ-এর ডীন ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম আবু নোমান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, আইন বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব বলেন, “প্রতিটি ক্ষেত্রে আমাদের মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। আমাদের দরিদ্র জনগোষ্ঠীকে সহযোগিতার মাধ্যমে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে হবে। বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে শুধু মাথাপিছু আয় বৃদ্ধি হলে হবে না পাশাপশি আমাদের দারিদ্রতার হারও কমাতে হবে। তাহলেই আমরা অতিসত্ত্বর উন্নত রাষ্ট্র পরিণত হওয়ার অভিষ্ঠ লক্ষে পৌঁছাতে পারব।”

তিনি আইন বিভাগের শীতবস্ত্র বিতরণের উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অন্যরাও আর্তমানবতার সেবায় এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধনানিয়ারচর সেতুর মাধ্যমে শান্তিুচুক্তি বাস্তবায়নে আরো একধাপ এগিয়ে গেলাম
পরবর্তী নিবন্ধবাসে শনিবার থেকে অর্ধেক যাত্রী তবে ভাড়া বাড়ছে না