বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আইন বিভাগের বিদায় অনুষ্ঠান

| রবিবার , ২০ জুন, ২০২১ at ১২:৫৬ অপরাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ভার্চ্যুয়ালি বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এ এম আমিন উদ্দিন। বক্তব্য দেন ইউনিভার্সিটির উপাচার্য ড. এ এফ এম আওরঙ্গজেব, বিজিসি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হাসনাইন আহমদ আফরিন, চবি আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমান, ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সাইফুর রহমান খান, পুস্পিতা দাশ। আইন বিভাগের সহকারী অধ্যাপক আসমা আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর আ ন ম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নারায়ন বৈদ্য, বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে এ এম আমিন উদ্দিন বলেন, আইন পেশায় সফলতার জন্য ছাত্র-ছাত্রীদের নিয়মিত পাঠভ্যাস, নিয়মানুবর্তিতা ও পেশার প্রতি আন্তরিকতা একান্ত অপরিহার্য। তাছাড়া শিক্ষানবিশদের প্রথিতযশা আইনজীবীদের কর্মপদ্ধতি ও কলা-কৌশল অনুসরণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসফলভাবে সম্পন্ন হলো জটিল এনজিওপ্লাস্টি
পরবর্তী নিবন্ধতৃতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার এখনই সময়