সফলভাবে সম্পন্ন হলো জটিল এনজিওপ্লাস্টি

এভারকেয়ার চট্টগ্রাম

| রবিবার , ২০ জুন, ২০২১ at ১২:৫৬ অপরাহ্ণ

জটিল এনজিওপ্লাস্টি সফলভাবে সম্পন্ন হলো চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে। সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. শেখ মো. হাছান মামুনের তত্ত্বাবধানে এবং তার টিমের পর্যবেক্ষণে গুরুতর হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত রোগীর এ চিকিৎসা সম্পন্ন হয়।
৪০ বছর বয়সী মো. তাসলিমুর রহমানের তীব্র বুক ব্যথা হচ্ছিল। ওষুধ খাওয়ার পরও শারীরিক অবস্থার অবনতি হয়। রোগীকে পর্যবেক্ষণ করে রোগীর পরিবারের সাথে আলোচনার পর অধ্যাপক ডা. শেখ মো. হাছান মামুন রোগীর করোনারি এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেন। এনজিওগ্রাম করার পর দেখা যায়, তার হার্টের ২টি প্রধান রক্তনালী প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। অতঃপর ৩টি রিং পরানোর পর সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন হলে রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয়। চিকিৎসার ২ দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠেন। চিকিৎসাকালীন অভিজ্ঞতার প্রসঙ্গে ইন্টারভেনশনাল কার্ডিওলজি’র সিনিয়র কনসালটেন্ট এবং কার্ডিওলজি বিভাগের কোঅর্ডিনেটর অধ্যাপক ডা. শেখ মো. হাছান মামুন বলেন, রোগীর অবস্থা গুরুতর থাকলেও এভারকেয়ার হাসপাতালের উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং অভিজ্ঞ কার্ডিয়াক টিমের প্রচেষ্টায় আমরা রোগীকে দ্রুত সুস্থ করে তুলতে সক্ষম হই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে পাহাড় ধসের শঙ্কা
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আইন বিভাগের বিদায় অনুষ্ঠান