বিজিএপিএমইএর ভোটার তালিকায় সিএন্ডএফ প্রতিষ্ঠানের নাম

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৫ নভেম্বর, ২০২১ at ৯:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) নির্বাচনের ভোটার তালিকায় ‘আরাস এন্টারপ্রাইজ’ নামের একটি সিএন্ডএফ প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিজিএপিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান বরাবর অভিযোগটি দায়ের করেন নগরীর দক্ষিণ মধ্যম হালিশহরের এহসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহমুদ উদ্দিন। অভিযোগে বলা হয়েছে, বিজিএপিএমইএ নির্বাচনকে সামনে রেখে কিছু অসাধু মহলের ইন্ধনে সংগঠনের গঠনতন্ত্রের বাইরে গিয়ে কিছু ভোটার লিপিবদ্ধ করা হয়েছে। এরমধ্যে রয়েছে, বিজিপিএমইএর সদ্য সাবেক প্রথম সহ-সভাপতি খন্দকার লতিফুর রহমানের মালিকানাধীন সিএন্ডএফ প্রতিষ্ঠান আরাস এন্টারপ্রাইজকে (সদস্য নম্বর-১৬৬৬) ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করা। আগামী ৬ নভেম্বরের নির্বাচনে এই প্রতিষ্ঠানের অধীনে ভোটদানে চেষ্টা করা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে দায়ভার এই অবৈধ ভোটারকে নিতে হবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে খন্দকার লতিফুর রহমান বলেন, আমার প্রতিষ্ঠান আরাস এন্টারপ্রাইজ সিএন্ডএফ কাজের বাইরে ট্রেডিং ফার্ম হিসেবেও কাজ করে। এটি শুধু সিএন্ডএফ প্রতিষ্ঠান নয়। এ বিষয়ে বিজিএপিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, অভিযোগের বিষয়টি নির্বাচনী আপিল বোর্ড খতিয়ে দেখবে। এখানে আমার তেমন কিছু করার নেই।

পূর্ববর্তী নিবন্ধএমপ্লয়েবিলিটি স্কিলস হল দক্ষতা জ্ঞান এবং গুণাবলির মিশ্রণ
পরবর্তী নিবন্ধ‘আখতারুজ্জামান বাবুর মতো বহুমাত্রিক নেতা বর্তমানে বিরল’