‘আখতারুজ্জামান বাবুর মতো বহুমাত্রিক নেতা বর্তমানে বিরল’

বিভিন্নস্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আজাদী ডেস্ক | শুক্রবার , ৫ নভেম্বর, ২০২১ at ৯:৫২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৯ম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালন করা হয়। কর্মসূচিতে ছিল দোয়া মাহফিল, আলোচনা সভা, কবরে শ্রদ্ধাঞ্জলি। সভায় বক্তারা বলেন, আখতারুজ্জামান বাবু বিভিন্ন স্বৈরাচারী সরকারের হুমকি-ধমকি এবং মন্ত্রীত্বের প্রলোভন সত্বেও কখনো আওয়ামী লীগ ছেড়ে যাননি। বঙ্গবন্ধু হত্যা পরবর্তী কঠিন রাজনৈতিক সময়ে আওয়ামী লীগকে সংগঠিত করতে রাজপথে সোচ্চার ছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু। তাঁর মতো বহুমাত্রিক নেতা বর্তমানে বিরল।
মহানগর আওয়ামী লীগ : মহান মুক্তিযুদ্ধের সংগঠক বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ গতকাল ৪ নভেম্বর নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগ আন্দরকিল্লাস্থ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন আওয়ামী ঘরোনার রাজনীতিতে দুঃসময়ের কাণ্ডারী। তিনি যে পথ দেখিয়েছিলেন ত্যাগ ও লড়াই সংগ্রামের যে নির্দেশনা দিয়েছিলেন তা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদকমন্ডলীর সদস্য সৈয়দ হাসান মাহমুদ শমসের, জালাল উদ্দিন ইকবাল, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, ড. নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোরশেদ আকতার চৌধুরী, থানা আওয়ামী লীগের ছিদ্দিক আলম, এ এইচ এম ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের আবদুল্লাহ আল ইব্রাহিম, সেলিম রেজা। এতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. সুনীল কুমার সরকার, উপদেষ্টা শফর আলী, শেখ মোহাম্মদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমন্ডলীর সদস্য চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, জহুর আহমেদ, আবদুল আহাদ, শহিদুল আলম, কার্যনির্বাহী সদস্য পেয়ার মোহাম্মদ, গাজী শফিউল আজিম, এড. কামাল উদ্দিন আহমেদ, বেলাল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ। সভার শুরুতে জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, গণমানুষের নেতা ছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু ভাই। নিজ গুণে তিনি সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন। গতকাল ৪ নভেম্বর সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, খোরশেদ আলম, আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, আবদুল কাদের সুজন, বিজয় কুমার বড়ুয়া, ছিদ্দিক আহমদ বি.কম, মাহবুবুল আলম শিবলী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা তাঁতী লীগ আহ্বায়ক দিদারুল আলম প্রমুখ। এর আগে সকালে নেতৃবৃন্দ আনোয়ারায় আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন।
দক্ষিণ জেলা যুবলীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে আখতারুজ্জামান চৌধুরীর বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে খতমে কোরআন, বাদে জোহর শাহ আমানত শাহ (রহঃ) মাজারে মিলাদ মাহফিল মাজারের খতিব মৌলানা আব্দুর কাদেরর পরিচালনায় অনুষ্ঠিত হয়। গতকাল আনোয়ারা হাইলধরস্থ মরহুমের কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ করেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, সহ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, শহীদুল ইসলাম, সোলায়মান, অধ্যাপক কৃষ্ণা প্রসাদ ধর, সেলিম উদ্দিন, অরুপ, সাইফুল হাসান টিটু, জান্নাতুল ফেরদৌস রাজমীন, রাজু দাশ হিরো, বেলাল হোসেন মিঠু, সাহেদ উদ্দিন সুমন, হাসান মাহমুদ, দেলোয়ার হোসেন খোকা, সোলায়মান তালুকদার, সেলিম উল হক, আহ্বায়ক শওকত ওসমান, অনুপম চক্রবর্ত্তী, ওসমান গণি, মুরিদুল আলম মুরাদ, ইমরান উদ্দিন বশির, কাউছার, ফোরুক আহমদ, আবু তাহের, মাহফুজুর রহমান মুন্না, হাসান মুরাদ সাগর, আবদুর রহমান জুনু প্রমুখ।
দক্ষিণ জেলা যুব মহিলা লীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ও চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপার নেতৃত্বে মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট শারমিন ইয়াসমিন নিশু, যগদা চৌধুরী সুপ্রিয়া, কামরুন নাহার, আয়েশা সিদ্দীকা রুমি, নিলুফার ইয়াছমিন, ডিপু সেন, সাজেদা চৌধুরীসহ যুব মহিলালীগের নেতৃবৃন্দ।
ইউনাইটেড কমার্শিয়াাল ব্যাংক আঞ্চলিক কার্যাল : ইউনাইটেড কমার্শিয়াাল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আখতারুজ্জামান চৌধুরীর (বাবু) ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট ব্যাংকার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের জোনাল হেড অফ আরবিডি এসএএমডি, জোনাল অফিস, চট্টগ্রাম আশরাফ উদ্দিন চৌধুরীর (সিজার) ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার বাঁশখালীর চাম্বল মাদ্রাসায় স্মরণসভা, খতমে কোরআন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত এবং উনার পরিবারবর্গের জন্যে বিশেষভাবে দোয়া করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আল্লামা শাহ আব্দুল জলিল। দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষকসহ দুই শতাধিক এতিমদের মাঝে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
ইউসিবি ব্যাংক সদরঘাট শাখা : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আখতারুজ্জামান চৌধুরী বাবুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ব্যাংকটির চট্টগ্রামের সদরঘাট শাখায় খতমে কুরআন, দোয়া মাহফিল, ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। সদরঘাট শাখার অপারেশন ম্যানেজার ইয়াসির হেলালির সঞ্চালনায় শাখা ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন ইউসিবি সদরঘাট শাখার সাবেক শাখা ব্যবস্থাপক আব্দুল আহাদ ও শাহনেওয়াজ চৌধুরী সহ শাখার কর্মকর্তা ও স্টাফবৃন্দ। সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে স্মরণসভা ও দোয়া মাহফিল শুরু হয়। সভাপতির বক্তব্যে ওয়াহিদুজ্জামান চৌধুরী বলেন, আখতারুজ্জামান চৌধুরী বাবু ১৯৮৩ সালে বাংলাদেশের বেসরকারি ব্যাংকিং জগতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রতিষ্ঠা করে যে বিপ্লব সূচনা করে দিয়ে গেছেন, সেই চারা গাছ আজ মহীরুহ, যা বটবৃক্ষের মতো আগলে রেখেছে আমাদের সকলের প্রিয় এই প্রতিষ্ঠানকে। আগামির পথচলায়ও তিনি আমাদের সকলের অনুপ্রেরণা হয়ে থাকবেন। সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত ও পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সাবেক প্রশাসক সুজন : আখতারুজ্জামান চৌধুরী বাবু রাজনীতির প্রাণপুরুষ ছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। বৃহস্পতিবার বর্ষীয়ান রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারার হাইলধরের গ্রামের বাড়িতে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন ও দোয়া মোনাজাতকালে উপরোক্ত মন্তব্য করেন সুজন। এসময় তিনি বলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি তৎকালীন সময়ে আমেরিকার একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। সফলতার সাথে পড়ালেখা শেষ করে ব্যবসায় মনযোগ দেন তিনি। সুজন মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে পুস্পস্তবক অর্পন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুল কবির, রেলওয়ে শ্রমিক লীগ নেতা রকিবুল আলম সাজ্জী, মো. বাবলু, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি মনিরুল হক মুন্না প্রমুখ।
বাঁশখালী আকতারুজ্জামান বাবু স্মৃতি সংসদ : গতকাল বাঁশখালীতে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষীয়ান রাজনীতিবিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আকতারুজ্জান চেীধুরী বাবু ভাইয়ের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল বাঁশখালী আকতারুজ্জামান বাবু স্মৃতি সংসদের সভাপতি মৌলানা মোহাম্মদ আবদুল মন্নানের সভাপতিত্বে চাঁদপুরস্থ আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশন ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম। বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল হোসেন লিটু, ফজলুল কবির, সঞ্জিত বড়ুয়া, মোহাম্মদ আবচার, মোহাম্মদ আলী, ছৈয়দুল হক, আবু ছিদ্দিক, ফরহাদ হোসেন, মহিউদ্দীন, লিয়াকত আলী, কায়সার মিয়া, আরিফুর ইসলাম রিপন, মোস্তাক আহমদ, গিয়াস উদ্দীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিজিএপিএমইএর ভোটার তালিকায় সিএন্ডএফ প্রতিষ্ঠানের নাম
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ১১ জন