বিএসটিআই ভবন নির্মাণ কাজ দ্রুত শেষ করা হোক

| বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৭:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আগ্রাবাদে ২০১৭ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে ১০ তলা বিশিষ্ট একটি বিএসটিআই ভবনের কাজ শুরু করা হয়।লক্ষ্যণীয় যে, টিকাদারের গাফিলতির কারণে চার বছরেও এই ভবনের কাজের তেমন অগ্রগতি হয়নি। শুধু তাই নয়, ঠিকাদার এই ভবনের গ্রাউন্ড লেভেলের কাজও শেষ করতে পারেনি । অথচ এই ১০ তলা ভবন নির্মাণ প্রকল্পের মেয়াদ ছিল ২০১৭- ২০১৯ সালের ৩০শে জুন। কর্তৃপক্ষ কাজের ধীরগতি দেখে পরবর্তীতে তা ২০২১ সালের জুন মাস পর্যন্ত বর্ধিত করে দিয়েছিল। উল্লেখ্য যে, একই সময়ে খুলনা বিএসটিআই ১০ তলা ভবনের কাজ শুরু করা হয়েছিল এবং ঠিকাদার নির্দিষ্ট সময়ে উক্ত ভবনের নির্মাণকাজ সম্পন্ন করে দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের চট্টগ্রামের বিএসটিআই ভবনের কাজ এখনো মাটির সাথে লেগে আছে। চট্টগ্রামের বর্তমান বিএসটিআইতে পূর্ণাঙ্গ ল্যাব না থাকায়, সকল পণ্যের মান পরীক্ষা করা যায় না। তাই নবনির্মিত বিএসটিআই ভবনে সব ধরনের পণ্যের মান পরীক্ষা-নিরীক্ষা করার জন্য একটি পূর্ণাঙ্গ ল্যাব স্থাপন করার কথা ছিল। কিন্তু ভবনের নির্মাণ কাজ শেষ না হওয়ায় আজও পর্যন্ত চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ বিএসটিআই ল্যাব স্থাপিত হয়নি। ফলে চট্টগ্রামের অনেক ব্যবসায়ী তাদের পণ্য পরীক্ষার জন্য ঢাকার বিএসটিআই ল্যাবে গিয়ে অত্যন্ত ভোগান্তির শিকার হচ্ছে। তাই জনগণের বৃহত্তর স্বার্থে,জরুরি ভিত্তিতে চট্টগ্রামের নতুন বিএসটিআই ভবনের নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সুদৃষ্টি আকর্ষণ করছি।
আসাদুজ্জামান সম্রাট, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধখান সারওয়ার মুরশিদ : মননের আলোকবর্তিকা
পরবর্তী নিবন্ধকরোনার শিক্ষা