করোনার শিক্ষা

পারভীন আকতার | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৭:০৬ পূর্বাহ্ণ

বন্দীত্ব বরণ!
করোনা রবে কি আমরণ?
জানিনা ভবিতব্য!
শুধু জানি মৃত্যুই একমাত্র গন্তব্য।

করোনায় অচেতন জনজীবন,
নিজেকে শুদ্ধ করতে লড়ছি প্রাণপণ।
ধরেছি নামায-রোজা নিয়মিত,
খোদার ডাক লাগে অমৃত।

করোনা ফিরিয়েছে দ্বীনে,
মোহ ছাড়া হয়েছে বীণে।
মুক্তির পথেই আলো দেখি,
কুরআন সুন্নাহ মেনে চলতে শিখি।

পূর্ববর্তী নিবন্ধবিএসটিআই ভবন নির্মাণ কাজ দ্রুত শেষ করা হোক
পরবর্তী নিবন্ধপোশাক নয় ব্যক্তির অনুভূতিকে সম্মান করুন