বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আটক

আজাদী অনলাইন | শুক্রবার , ৩ নভেম্বর, ২০২৩ at ১:২১ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানী ঢাকার গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

আমির খসরু মাহমুদ চৌধুরীকে আটকের বিষয়ে জানতে চাইলে ডিএমপি’র ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, “পল্টন থানায় দায়ের করা পুলিশ হত্যা মামলাসহ সম্প্রতি অনেকগুলি মামলা দায়ের করা হয়েছে। তাকে যেকোনো একটি মামলায় গ্রেফতার দেখানো হবে।”

বিএনপি’র শীর্ষস্থানীয় অন্য বেশ কয়েকজন নেতার পর এবার আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করা হলো।

রাত সাড়ে ১২টার দিকে তাকে গুলশানের ৮১নং সড়কের একটি বাসা থেকে নিয়ে যাওয়া হয়।

কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটি তাৎক্ষণিকভাবে জানানো না হলেও এই বিএনপি নেতা গত ২৮ অক্টোবর ঢাকায় দলের মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের একাধিক মামলার আসামি।

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, “সাড়ে ১১টা থেকে থেকে বাসাটি আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে ফেলে। পরে তাকে (আমীর খসরু) গোয়েন্দা দপ্তরে নিয়ে যায়।”

পূর্ববর্তী নিবন্ধপুলিশ হেফাজতে শহীদুল্লাহর মৃত্যু : দুদক আইনে মামলা নেয়নি কোতোয়ালী থানা
পরবর্তী নিবন্ধআবুধাবিতে কলম একাডেমি লণ্ডনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন