বান্দরবানে ৬৩ হাজার কার্ডধারী পাবেন টিসিবির পণ্য

বিতরণ কার্যক্রম শুরু

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ জুন, ২০২২ at ১১:০৮ পূর্বাহ্ণ

বান্দরবানে কার্ডধারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে বান্দরবান পৌর এলাকায় কম মূল্যে ভোক্তাদের মাঝে টিসিবির পণ্য দিয়ে কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, এনডিসি কায়েসুর রহমান, ডিলার মোহাম্মদ রবিন প্রমুখ।

প্রশাসন ও টিসিবি ডিলার জানায়, জেলার সাতটি উপজেলায় চৌত্রিশ ইউনিয়নের ৬৩ হাজার কার্ডধারী নিম্নআয়ের মানুষের মধ্যে টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। কার্ডধারী ৬৩ হাজার পরিবার সুবিধা পাবে। পণ্যের মধ্যে প্রতিটি কার্ডের বিপরীতে ৪শ ৫ টাকায় ২ লিটার সয়াবিন, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি পাচ্ছেন কার্ড হোল্ডাররা।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা প্রাশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, পৌরসভা এলাকায় প্রথম পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে ওয়ার্ড পর্যায়ে গ্রামে গ্রামে এ কার্যক্রমে কার্ডধারী নিম্নআয়ের মানুষরা সুবিধা পাবেন।

পূর্ববর্তী নিবন্ধক্যারিয়ার গড়তে দরকার আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা
পরবর্তী নিবন্ধসিটি কলেজের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু