বাদল রাজনীতির মানুষের স্মৃতিতে চিরঞ্জীব হয়ে থাকবেন

সাংসদ বাদলের মৃত্যুবার্ষিকীর সভায় মোছলেম উদ্দিন

| সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৯:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে কালুরঘাট সেতু সর্বাগ্রে আছে। কালুরঘাট সেতু বাস্তবায়ন আমার প্রধান কাজ। প্রয়াত সাংসদ মাঈনুদ্দিন খান বাদলেরও স্বপ্ন এই কালুরঘাট সেতু। তিনি বলেন, অগ্রসর বোয়ালখালী একটি সেতুর কারণে অনগ্রসর থাকতে পারে না। তিনি বলেন, জাসদ স্মরণ করুক বা না করুক, আওয়ামী লীগ প্রতিবছর বাদলের স্মরণ সভা করবে। তিনি এ সময় বাদলের নামে বোয়ালখালীতে একটি সড়কের নামকরণ করার প্রস্তাব করেন। গতকাল রবিবার বিকেলে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রয়াত সাংসদ মঈন উদ্দিন খান বাদলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি আরো বলেন, সংসদে অনলবর্ষী বক্তা হিসেবে তাঁর ব্যাপক খ্যাতি রয়েছে। অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান বাদল রাজনীতির মানুষের স্মৃতিতে চিরঞ্জীব হয়ে থাকবেন। বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, প্রয়াত মঈন উদ্দিন খান বাদলের সহধর্মীনি সেলিনা খান বাদল, রশিদ মাহমুদ, আহমদ হোসেন, কফিল উদ্দিন, বোরহান উদ্দিন, মো. এমরান, এস এম সেলিম, শামীম আরা বেগম, হোসনেয়ারা পারুল, রেজাউল করিম বাবুল, এস এম জসিম উদ্দিন, মোহাম্মদ মোকারম, মো. বেলাল হোসেন, আবদুল মান্নান রানা, মিজানুর রহমান সেলিম, রেবেকা সুলতানা মনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় চার নেতা হত্যাকাণ্ডের বিচার সময়ের দাবি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে পিসিআর মেশিন বসাতে হবে