বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা

আলোচনা সভায় বক্তারা

আজাদী ডেস্ক | শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা শাখা উদ্যোগে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ‘বাঙালির মুক্তি সনদ ৬ দফা : বর্তমান বাংলাদেশে অর্জন’ শীর্ষক আলোচনা সভা চট্টগ্রাম প্রেসক্লাবে এস.রহমান হলে গতকাল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলন সূচনার দিন। ১৯৬৬ সালের এদিন বাংলার স্বাধিকার আন্দোলন স্পষ্টত নতুন পর্যায়ে উন্নীত হয়। এর মধ্য দিয়ে রচিত হয় স্বাধীনতার রূপরেখা। সংগঠনের সভাপতি প্রফেসর বেগম সৈয়দা তাহেরার সভাপতিত্বে এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক সুমন গাঙ্গুলী সঞ্চলনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ আইয়ুবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির, বাংলা বিভাগের অধ্যাপক ড. আনোয়ার সাঈদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন মহানগর : ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি পিনাকী দাশের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সহসম্পাদক মো. রেজাউল করিম রিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। গত ৭ জুন নগরীর শেখ মুজিব রোডস্থ ভান্ডার মার্কেট প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহামুদুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহম্মেদ, সহসভাপতি খায়রুল ইসলাম ককসি, আবদুল হালিম দোভাষ, হাসিনা আক্তার টুনু, আবদুল হান্নান কাজল, শাহ আলম, মো. আসলাম, মো. ইকবাল হোসেন প্রমুখ।

স্বেচ্ছাসেবক লীগ মহানগর : ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে নগরীর লালদীঘি ময়দানের ছয় দফা মঞ্চে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তসলিম উদ্দিন, সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ প্রমুখ। এসময় ছয় দফা আন্দোলনে শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত লাল দীঘিতে ছয় দফা মঞ্চ নির্মাণ ও সৌন্দর্য বর্ধনে মাধ্যমে ছয় দফার ইতিহাস সংরক্ষণ করায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতারা।

পাথরঘাটা : ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা গতকাল নগরীর পাথরঘাটাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা উত্তম দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মশিউর রহমান রোকন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিক, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য দীপক ভট্টাচার্য্য, এমএ সালাম, মাস্টার জসিম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক এমএ মোতালেব তালুকদার। বক্তব্য রাখেন জাহেদুর রহমান জুয়েল, নাদিম শরিফ মিন্টু, হায়দার আলী সাদাম, জয় চক্রবর্তী, শাকিল খান লিটন, দীলিপ কান্তি রুদ্র, ওমর ফারুক, অ্যাড. উজ্জ্বল দাশ, প্রকাশ জৈন, আবু বক্কর, প্রদীপ সর্দার, সাধন দাশ, ইবনে আরব জসিম, সুফি দিদার, আফজাল হোসেন আজু, মোস্তাকিম রাসেল, আব্দুর নুর আইয়ুব, তাপস দাশ, সুজিত তালুকদার মেম্বার, শওকত ওসমান তানজিল, সৌরভ দেওয়াজী, মো. আরিফ, রফিক সওদাগর, স্বপন কুমার দাশ, রণধীর দাশ, ভোলা দাশ, শিটুন দাশ, কাজল দাশ, রাহুল চক্রবর্তী, প্রদীপ দাশ সাধু, কিরন দাশ, শ্যামল দাশ, শিশির দাশ, রফিক সওদাগর (), তাপন দাশ, লিটন, এমরুল করিম, বিকাশ দাশ, দীলিপ দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসমিতিরহাট উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় আহত মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সহায়তা