সড়ক দুর্ঘটনায় আহত মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সহায়তা

| শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

পতেঙ্গা আউটার রিং রোডে সড়ক দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত এক মানসিক ভারসাম্যহীনের পাশে দাঁড়িয়েছেন পতেঙ্গার তরুণ সমাজসেবক ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওয়াহিদ চৌধুরী। তিনি ভারসাম্যহীন সেই ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে যান নিজ বাড়িতে। সেখান থেকে নানা ডাক্তারি পরীক্ষানিরীক্ষা শেষে তাকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে করান অস্ত্রোপচার।

বর্তমানে সেলিম হাওলাদারকে নিজের ঘরের পাশে একটি রুমে থাকাখাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন ওয়াহিদ চৌধুরী। নিয়মিত ওষুধ সেবন ও তার দেখভালের জন্য নিয়োগ দিয়েছেন ২ জন স্থানীয় পুরুষকে। এ বিষয়ে ওয়াহিদ চৌধুরী বলেন, মানবিক কাজের অংশ হিসেবে মানসিক ভারসাম্যহীন সেলিম হাওলাদারকে জায়গা দিয়েছি। তিনি তার নাম ছাড়া আর কিছুই বলতে পারছেনা। ওয়াহিদ চৌধুরী বলেন, যান্ত্রিক জীবনে সবাই প্রতিযোগিতার দৌড়ে ব্যস্ত। কারো দিকে কারও তাকানোর সময় নেই। তাই সমাজের দায়বদ্ধতার অংশ হিসেবে আমি এই ভারসাম্যহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা
পরবর্তী নিবন্ধনবীন মেলার স্কুলব্যাগ প্রদান