বাংলাদেশ-ভারতের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে

প্রেস ক্লাবে মতবিনিময়ে ভারতীয় সহকারী হাইকমিশনার

| বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪২ পূর্বাহ্ণ

ভারতের নবনিযুক্ত সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ মোকাবেলা করে দেশকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তিতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। একইসাথে তিনি বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে বলেও উল্লেখ করেন। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় ভারতের নবনিযুক্ত সহকারী হাই কমিশনারকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ভারতীয় সহকারী হাইকমিশনারও প্রেস ক্লাব সভাপতিকে ভারতের পক্ষ থেকে সৌজন্য উপহার প্রদান করেন। প্রেস ক্লাব সভাপতি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী যেভাবে সহযোগিতা করেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজা। এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, আসিফ সিরাজ, তপন চক্রবর্তী, দেবপ্রসাদ দেবু, জাহিদুল করিম কচি, স্বপন কুমার মল্লিক, ওমর কায়সার, প্রদীপ নন্দী, এস এম আতিকুর রহমান, রফিকুল বাহার, মোহাম্মদ শহীদুল ইসলাম, আফজল রহিম সিদ্দিকী, তাপস বড়ুয়া রুমু, দেবপ্রসাদ দাস দেবু, সুভাষ কারণ, আলমগীর সবুজ, নাছির উদ্দিন তোতা, শামসুল হুদা মিন্টু, মোহাম্মদ ফারুক, মুস্তফা নঈম, বিপুল বড়ুয়া, আবুল হাসনাত, প্রণব বল, আল রাহমান, সাইদুল আজাদ, নিপুল কুমার দে, রাজেশ চক্রবর্তী, অমিত বড়ুয়া, মান্নান মেহেদী, রমেন দাশগুপ্ত, সুমন গোস্বামী, মো. ফরিদ উদ্দিন, নাজমুল আলীম সাদেকী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া পৌরবাসীর দোরগোড়ায় আধুনিক তথ্য প্রযুক্তি সেবা
পরবর্তী নিবন্ধপ্রতি বস্তা প্লাস্টিক বর্জ্য ১০০ টাকা