বাংলাদেশ-ভারতকে সমীহ করছে নেপাল

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:০৯ পূর্বাহ্ণ

সাফ অনূর্ধ্ব২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে নেপাল। ম্যাচের আগে বাংলাদেশ এবং ভারতকে কঠিন প্রতিপক্ষ বললেন নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরাং। নেপালের কোচ বলেন, ‘আমাদের প্রস্তুতি ভাল, প্রতিযোগিতায় তা আমরা প্রদর্শন করতে পারব বলে আশা করছি। এটা অবশ্যই চ্যালেঞ্জ। বাংলাদেশ স্বাগতিক, তাদের সম্পর্কে ভাল ধারনা আছে। নিকট অতীতে দলটি ভাল ফুটবল খেলছে।

ভারত দলও শক্তিশালী।’ তবে সকলের জন্যই সমান সুযোগ থাকছে বলে মনে করেন গুরাং। নেপালের হয়ে সিনিয়র সাফে খেলা তিন ফুটবলার খেলছে এবারের দলে। তাদের নিয়েও আশাবাদি নেপালের কোচ। তিনি বলেন, ‘আমি মনে করি সকলের জন্যই সমান সুযোগ রয়েছে। যারা আগে গোল করতে পারবে, তাদের বেশি সুযোগ থাকবে।

এবারের দলে সিনিয়র দলে খেলা তিন জন আছেন। তারা হলেন প্রীতি রায়, দীপা সাই ও আমিষা কারকি। তাদের অভিজ্ঞতা এখানে কাজে লাগবে।’ নেপালের অধিনায়ক প্রীতি রায় বলেন, ‘প্রতিযোগিতার জন্য আমাদের প্রস্তুতি খুবই ভাল।

পূর্ববর্তী নিবন্ধরোনালদোকে টপকে ইউরোপের সেরা হলেন মেসি
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম জয় পেল শহীদ শাহজাহান সংঘ