বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ছাত্রলীগ

৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় নেতৃবৃন্দ

| বৃহস্পতিবার , ৬ জানুয়ারি, ২০২২ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৪ জানুয়ারি পটিয়ায় র‌্যালির আয়োজন করে দক্ষিণ জেলা, পটিয়া উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ। র‌্যালিতে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রবিউল হাসান ইবলু। উপস্থিত ছিলেন পার্থ দাশ, মোরশেদ আলম, মিজবাহ উদ্দিন, মুহাম্মদ শাকিল, শাহাদাত, ইরফান চৌধুরী, আলিফ, সম্রাট, সাকিব, নাঈম, রুবেল, আরমান, হৃদয় সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ছাত্রলীগ। এ দেশে গণতান্ত্রিক যতগুলো আন্দোলন হয়েছে তার সূঁতিকাগার ছাত্রলীগ। মাটি ও মানুষের অধিকার আদায়ের জন্য ছাত্রলীগের যে অবদান তা অনস্বীকার্য। র‌্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

লালখান বাজার ওয়ার্ড : ১৪নং লালখান বাজার ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে বাঘঘোনা মোড় থেকে আনন্দ র‌্যালি চানমারি রোড, ইস্পাহানী মোড়, ওয়াসা মোড় হয়ে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এসে কেক কাটা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আবদুল্লাহ হাসান পিকু, ইউনিট আওয়ামী লীগের সভাপতি এস.এম. ইব্রাহিম, নুরুল আলম বাবুল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরণ। উপস্থিত ছিলেন মাইনুদ্দিন হানিফ, মো. শামীম আহসান, মো. শরীফ, রাসেল খান, আল আমিন খান শুভ, সাখাওয়াত হোসেন শাওন, ডেভিড মজুমদার, আলী আরমান, ফয়সাল আহমদ, মো. রুবেল, সাইফুল ইসলাম মুন্না, তানভীর মুক্তাদির, আল মামুন খান সজিব, ইয়াছিন আরাফাত রবিন, মো. রাফি, আনাফ প্রমুখ।

৮ নং শুলকবহর ওয়ার্ড : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নত দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন তার মূলশক্তি হতে হবে ছাত্রলীগকে। ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ যা আমাদের গৌরবের বিষয়। তাই আমাদের হতে হবে আরো সতর্ক যেন আমাদের কারণে ছাত্রলীগকে কেউ প্রশ্নবিদ্ধ করার সুযোগ না পায়। গতকাল ৫ জানুয়ারি ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর ৮ নং শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মতামত ব্যক্ত করেন।
এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড আ.লীগের সভাপতি আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী। খোরশেদ আলী জনির সভাপতিত্বে ও মিনহাজুল হক সাকিবের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগ নেতা শেখ সরফুদ্দীন সৌরভ।বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন খান, আক্তার ফারুক, তৌহিদুল আনোয়ার সেন্টু, পিয়াল গোস্বামী, অহিদ চৌধুরী মুক্তি, রতন কান্তি চৌধুরী, আসাদ সর্দার, রাশেদুল আনোয়ার খান, জহির উদ্দিন সুমন, শুম্বু দাশ, সাইফুল মান্নান শিমুল, শাহেদ মুরাদ, মো. সায়েম, মো. মোস্তাক, মো. বকতিয়ার, নাঈম উদ্দিন খান আকাশ, জাহেদুল আলম, শাহ নেওয়াজ জিশান প্রমুখ।

আগ্রাবাদ ওয়ার্ড : বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ আগ্রাবাদ ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কেটা গত ৪ জানুয়ারী আগ্রাবাদস্থ দায়রা পাড়ায় অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রলীগ নেতা এম. আই হোসেন সাহিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আ.তৈয়বুল আলম, মো. ইউসুফ, সফিউল আলম, গিয়াস উদ্দিন চৌধুরী রুবেল, আকসার, খোরশেদ, সিহাব আহসান, সোহাগ, জুয়েল, নেতা রাকিব, মিনহাজ, কিরণ প্রমুখ।
খুলশী থানা ছাত্রলীগ : খুলশী থানা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান ৪ জানুয়ারি থানা ছাত্রলীগ নেতা সরফুর আনাম জুয়েলের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা নুরুল আবছার রাফির পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক। বক্তব্য রাখেন মাসুদ হোসেন মজুমদার, ওমর ফারুক চৌধুরী, পিন্টু দে, সাজ্জাদ হোসেন টিপু, কামরুল ইসলাম রাসেল, আব্দুল্লাহ আল নোমান, বশির উদ্দিন আহম্মদ শিশির, মো. আজিজুর রহমান, শাখাওয়াত হোসেন অপু, তানভীর ফয়সাল ইভান, শ্রাবন বড়ুয়া, দিদারুল আলম রাজু, সাব্বীর আহমেদ, মো. আদনান প্রমুখ।
ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ : ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ছাত্রসংসদের উদ্যোগে মাধ্যমে ছাত্রলীগের ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ইউসুফ খান হাসান, রাজেশ বড়ুয়া, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সৌমেন বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ বিন ফয়সাল, নুরুল ইসলাম সুমন, কলেজ ছাত্রলীগ নেতা রেজাউল করিম রিটন, আমিনুল ইসলাম রাসেল, সিরাজুল ইসলাম অভি, শেখ মুহাম্মদ নাজমুল, রুবেল আহমেদ, সৈয়দ মীর মোহাম্মদ শাহেদ, তানভীর হোসেন, শামীম আজাদ, কামরুল হাসান শিবলু, অর্পণ বড়ুয়া, মোহাম্মদ সোলেমান বাদশা, নূর মোহাম্মদ রুবেল প্রমুখ।
কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগ : পটিয়া লাখেরা উচ্চ বিদ্যালয়ের মাঠে কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও ছাত্রনেতা রমিজ রিয়াদের সঞ্চালনায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু জাফর। উদ্বোধক ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ওসমান গণি। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাহাবুবুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল হোসেন। উপস্থিত ছিলেন আবদুল গফুর, আব্দুর রাজ্জাক, ধনঞ্জয় দাশ, মো. হানিফ, শুভ, ইফতেখার জিসান, জয়, বাপ্পি, সাইম, পারভেজ, আরিফ, সাকিব, শহিদুল, জুবায়েত, সুজয় চৌধুরী প্রমুখ।
রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগ : ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের উদ্যেগে আলোচনা সভা ও র‌্যালি গত ৪ কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সোহেল তালুকদার। সাধারণ সম্পাদক আরমান সিকদারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এ কে এন সূজা উদ্দিন, নঈম উদ্দিন তালুকদার বাবলা, শহিদুল ইসলাম চৌধুরী সোহেল, মহিন উদ্দিন জয়, আরিফ উদ্দিন বাপ্পা, রহমত আলী, ওমর ফারুক সুজন, মো. মিনহাজ, মো. মিরাজ, মো. নেজাম, মো. কায়ছার, মো. সাকিব, ইকরাম হোসেন ইমন প্রমুখ।
মোহরা ৫নং ওয়ার্ড ছাত্রলীগ : মোহরা ৫নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আরফাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নগর যুবলীগের সদস্য নঈম উদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য এস এম আলী আকবর, শফিকুর রহমান সৌরভ, মোজাম্মেল হোসেন মানিক, মো. সোহেল, মনির হোসেন, ইকবাল হোসেন, মো. ফরহাদ খান ইরফান, মো. রফিক, জিসান, রিফাত, আজম, রায়হান, সামি, আসিফ জিলানী, আরিফ ইভান, আরমান, আকাশ, আয়ুব, আসিফ, মামুন, রিদওয়ান, ইকবাল, কেএম কাফি, তানবীর, আরিফ, রাকিব, রাতুল, রুহান, ইয়াছিন, সিফাত, আরিফ, শাকিল , ইব্রাহিম প্রমুখ

উত্তর পাঠানটুলী ওয়ার্ড : উত্তর পাঠানটুলী ওয়ার্ড ছাত্রলীগ আয়োজিত ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মো. জানে আলমের সভাপতিত্বে ও পিনাক ভৌমিকের সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান। প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ খান। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রোকন, মোজাক্কের হোসেন, জামশেদ আলম, মো. হাসান, শেখ জাহেদ, নাসির উদ্দিন, নেজাম উদ্দিন আজাদ, রহিমদাদ খান বাদশা, মো. সৈয়দ, মো মাসুদ, মো মিন্টু, মো রমজান, মো তারেক, খাইরুল জামান বাবু,মো হোসেন প্রমুখ।
মহানগর আওতাধীন কলেজ, বিশ্ববিদ্যালয়, ওয়ার্ড : চট্টগ্রাম মহানগরের আওতাধীন কলেজ বিশ্ববিদ্যালয় ওয়ার্ড, শাখার সাবেক ও বর্তমান নেতাদের সমন্বয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও কেক কাটা কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য জাবেদুল আযম মাসুদ। দিদারুল আলম দিদারের সভাপতিত্বে ও শাহদাতুল ইসলাম বাপ্পির সঞ্চালনায় উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল জাহেদ, রোকন উদ্দিন টিটু, সাদ্দাম হোসেন ইমতিয়াজ, সাহেদ শাকিল, অনিক, আবুল কালাম আজাদ, মো. শাহিন, আশেক আহামদ রাব্বি, সজিবুল ইসলাম, জমির, কামরুল নাঈম, তানভির বরাত, জিকু দেবনাথ, জয় দাশ গুপ্ত, মিথিল, চাইম, জুয়েল রানা, সজিব, আসিফুল, ডালিম, শান্ত, ইমন। উপস্থিত ছিলেন জাহেদুল আলম, সোলায়মান খান নয়ন, আজগর আলী মিন্টু, আমির হোসেন আমু, নুরুল আলম, নজরুল ইসলাম সুমন, সুজিত চৌধুরী, রুমন করিম, শেখ আকবর হোসাইন, মোহাম্মদ জাবেদ, মোজাম্মেল হক, এস এম সালাহ্‌উদ্দিন সামির, সত্যজিৎ ঘোষ মিঠু, ইসহাক, রিগ্যান আলী রোমান, মাহবুবুর রহমান দূর্জয়, ইকবাল মো. সোহেল প্রমুখ।
৩১নং আলকরণ ওয়ার্ড ছাত্রলীগ : ৩১নং আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর নীলু নাগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার পরে আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে এবং আলকরণ ওয়ার্ড ছাত্রলীগ নেতা দিপেন দাশ রৌমেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে ছিলেন সিটি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি শওকত ওসমান মুন্না, সিটি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস মোহাম্মদ নাসির, ডা. সজীব তালুকদার, মোহাম্মদ নাসির উদ্দীন, রফিকুল মান্নান জুয়েল।
৪০নং ওয়ার্ড ছাত্রলীগ : ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও কোরানে হাফেজদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে ৪০নং ওয়ার্ড ছাত্রলীগ। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সম্পাদক ও ব্যারিস্টার কলেজের ভিপি জাহিদ হোসেন খোকন ও ব্যারিস্টার কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন ও সাবেক ছাত্রনেতা দিদার ও বশির। আরও উপস্থিত ছিলেন উত্তর পতেঙ্গার সাবেক ছাত্রনেতা হানিফ, সেলিম রিপন, সরকারি সিটি কলেজ ও পতেঙ্গা থানার ছাত্র সংগঠক আব্দুল মোতালেব রানা, পতেঙ্গা থানা চিকিৎসা ও স্বাস্থ্য বিষক সম্পাদক রবিউল হাসান, উত্তর ও দক্ষিণ পতেঙ্গা ছাত্রনেতা আবির ইন্তেসার, সুমন, রাহাত, কামাল, আকাশ, সাকিব, ইপ্তি, রাহি, হ্‌দয়, মাহিন, ইমতিয়াজ, তুহিন, মুন্না, সাব্বির।
পূর্ব নাসিরাবাদ ও খুলশী থানা ছাত্রলীগ : ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলশী থানা ও পূর্ব নাসিরাবাদ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদ ও পূর্ব নাসিরাবাদ ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসীনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহেদ হোসেন টিটুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসংদের সাবেক জিএস ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক কে বি এম শাহাজাহান। বিশেষ অতিথি ছিলেন- মহানগর যুবলীগের সদস্য আফতাব উদ্দিন রুবেল, মহানগর যুবলীগ নেতা হাজী নাসির উদ্দিন। আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক কাওসার বিন ইসলাম, মো. ইয়াকুব আলী, মনিরুল ইসলাম, আরমান মিয়া, সাইফুল ইসলাম, মমিনুল হক, রাফসান নেওয়াজ প্রমুখ।
পাথরঘাটা ওয়ার্ড ছাত্রলীগ : ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাথরঘাটা ওয়ার্ড ছাত্রলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভাসহ কেক কাটার মাধ্যমে পাথরঘাটা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি টিপু দাশ গোপালের সভাপতিত্বে এবং আকাশ সেনগুপ্তের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আনিসুর রহমান ইমন। বিশেষ অতিথি ছিলেন হাসমত আলী রাসেল, আমিনুল ইসলাম সায়েম, সুজিত দাশ, মাঈনুউদ্দিন, মো. শাকিল, স্বদেশ দাশ, হৃদয় দাশ, দুর্জয় দাশ, টিটু দাশ, মানিক দাশ, সময় দাশ, সাগর সেনগুপ্ত, সন্‌জয় দাশ, সাজিত আলম প্রমুখ। আনন্দ শোভাযাত্রাটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিশেষে পাথরঘাটা গীর্জার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের পথচলার এক দশক
পরবর্তী নিবন্ধসাড়ে ৭লাখ টাকা পৌরকর পরিশোধ করলো ওমরগণি এমইএস কলেজ