বাঁশখালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ৯:১২ পূর্বাহ্ণ

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে গত বুধবার র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

এ সময় অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি )ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আরিফ উদ্দিন, ডা. আরমান চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাফিন ইশমাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিয়াউল কাদের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা, পল্লী বিদ্যুতের ডিজিএম রীশু কুমার ঘোষ, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ৭০% ভর্তুকি মূল্যে কন্বাইন হার্ভেস্টার মেশিন ১টি, রাইস থ্রেসার ৪টি, মৌসুমী বোরো উফশী জাতের ১১ হাজার ৭৫০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআর্কের উদ্যোগে বিশ্ব এইডস দিবস পালিত
পরবর্তী নিবন্ধশান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবি