আর্কের উদ্যোগে বিশ্ব এইডস দিবস পালিত

| শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ৯:১২ পূর্বাহ্ণ

অসমতা দূর করি, এইডসমুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে বিগত বছরগুলোর মত এ বছরের ১লা ডিসেম্বরও বিশ্বব্যাপী এইডস দিবস পালিত হয়েছে। মাদকসেবীদের যেহেতু এইচআইভি সংক্রমণের ঝুঁকি বেশি তাই মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র ‘আর্ক’ চিকিৎসাপ্রাপ্ত রিকভারিং এডিক্ট এবং চিকিৎসাধীন মাদকাসক্তদের জন্য সচেতনতার অংশ হিসেবে একটি আলোচনা সভার আয়োজন করে।

প্রতিষ্ঠানের কোঅর্ডিনেটর দিদারুল আলমের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ক এর চিকিৎসক ডা. মুহাম্মদ শোয়েব, আর্কের কাউন্সিলর সুরাইয়া মুকিত, আর্ক ফাউন্ডেশনের ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর রকীবুল আজম, পুনর্বাসন কেন্দ্রের সিনিয়র প্রোগ্রামার শামসুল মাসুম। সভায় ডা. মুন্না এইচআইভি কিভাবে সংক্রমিত হয়, এইডসের সাথে মাদকের সম্পর্ক বিশদভাবে ব্যাখ্যা করেন। অন্য বক্তারা প্রতিকারের চাইতে প্রতিরোধের উপর গুরুত্বারোপ করেন এবং মাদকসেবীদের সংক্রমণের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভায় এইচআইভি আক্রান্ত একজন ভুক্তভোগীও তার জীবন থেকে কিছু বিষয় শেয়ার করেন এবং সবাইকে অনুরোধ করেছেন সতর্ক হওয়ার জন্য। কারণ বাঁচতে হলে জানতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএইচবিএফসি ব্যবস্থাপক সম্মেলন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা