বাঁশখালীতে অবৈধভাবে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

পাহাড় কাটার খননযন্ত্র জব্দ

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ জুলাই, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাধনপুরে অভিযানে অবৈধভাবে পাহাড় কাটায় একটি খননযন্ত্র জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় প্রশাসন এবং বনবিভাগ সূত্রে জানা যায়, বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ সাধনপুর এলাকার মৃত মৌলভী মতুজুর রহমানের পুত্র মোজাম্মেল হক (৪০)কে এ জরিমানা করা হয় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক। স্থানীয় ও বনবিভাগের সূত্রে জানা যায়, বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের সওদাগর পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বনবিভাগ ও পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা সাথে ছিলেন। এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাধনপুরের সওদাগর পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি খননযন্ত্র, মালামাল জব্দ করা হয়। পরে মোজাম্মেল হকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
যেখানে অবৈধভাবে পাহাড় কিংবা মাটি কাটা হবে সেখানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধঈদে কক্সবাজারে লাখো পর্যটক
পরবর্তী নিবন্ধআদর্শ সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে