আদর্শ সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

এবিটসেরর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

| বৃহস্পতিবার , ১৪ জুলাই, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন এবিটসেরর ঈদ পুনর্মিলনী, ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চারা বিতরণ কর্মসূচি গত ১১ জুলাই বিকাল ৫ টায় পটিয়া বুধপুরা বাজারস্থ সংগঠনের কার্যালয়ে সহ সভাপতি হাশেম বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিলয়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম. ইদ্রিচ চৌধুরী অপু। উপস্থিত ছিলেন অর্থ, দপ্তর ও প্রচার সম্পাদক আজিজুল হক, ক্রীড়া, সাংস্কৃতিক, প্রকাশনা ও ধর্ম সম্পাদক মামুন উদ্দীন জীবন, উন্নয়ন, বন ও পরিবেশ সম্পাদক রায়হান চৌধুরী বোরহান, সাবেক নারী ও শিশু বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার জেসি। এসময় ইদ্রিচ চৌধুরী অপু বলেন, আদর্শ সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে সমাজে হানাহানি থাকবে না, ভেদাভেদ ভুলে সকলের সম্প্রীতির মেলবন্ধন তৈরি হবে। বৃক্ষরোপণের গুরুত্ব আলোচনা করে, বজ্রপাত থেকে বাঁচতে সকলকে তালগাছ রোপণের আহ্বানও জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অবৈধভাবে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধঅসহায় ও গরিব দুস্থদের পাশে দাঁড়াতে হবে : আ জ ম নাছির