বর্ণমালার ফুল

আলমগীর কবির | বুধবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

মিছিল ছিল প্রতিবাদের

মিছিল ছিল আশার,

মিছিল ছিল প্রতিরোধের

মিছিল মাতৃভাষার।

মুখে ছিল স্লোগান আর

বুকে সাহস অথই,

বলব কথা মায়ের ভাষায়

তৃষ্ণা ছিল কতই!

পোস্টারেতে লেখা ছিল

দাবি প্রাণের ভাষার,

ভাই যে আমার দাম দিয়েছেন

মায়ের ভালোবাসার।

ভাইয়ের রক্তে রাঙা হলো

বর্ণমালার ফুল,

সেই না ফুলের সুবাসে আজ

পৃথিবী আকুল।

পূর্ববর্তী নিবন্ধশহীদ মিনার যাওয়া
পরবর্তী নিবন্ধপ্রাণের গৌরব