প্রাণের গৌরব

সুজন সাজু | বুধবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

একুশ আমার দীপ্ত সাহস

আলোর মিছিল ঘোড়া,

মর্যাদায় আজ বিশ্বে একুশ

পাচ্ছে ফুলের তোড়া।

একুশ আমায় দেয় শিখিয়ে

নত না হওয়ার স্মৃতি,

সকল বাঁধা পেরিয়ে আজ

জাগায় একুশ প্রীতি।

একুশ সেদিন দেয় দেখিয়ে

ভাষার লড়াই বীরে,

সৌম্য সাম্যে মায়ার টানে

একুশ উচ্চ শিরে।

একুশ আজো সাক্ষী আছে

হাঁটলে পথটি নীতির,

যায় ডিঙানো হিমালয়ও

হোক না কঠিন ভীতির।

অন্য কোথাও একুশ ঘটন

কেউ দেখেছে কবে?

তাইতো একুশ প্রাণের গৌরব

যুগ যুগান্তর রবে।

পূর্ববর্তী নিবন্ধবর্ণমালার ফুল
পরবর্তী নিবন্ধভাষার জন্য