ভাষার জন্য

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

টুকটুকে লাল

কৃষ্ণচূড়া পলাশ ফোটা দিন,

আটই ফাগুন বুকের তাজা ভালোবাসার ঋণ।

প্রতিবাদের

মৌন মিছিল দীপ্ত সাহস বুকে,

কারফিউডর দলে এগোয় নির্ভয়ে সম্মুখে।

ভাষার জন্য

আশার কলি মায়ের মুখের বুলি,

রক্ত ঝরা শহীদি দান কী করে হায় ভুলি!

রফিক সালাম

জব্বার আরো নাম না জানা ভাই,

তাঁদের স্মরণ করে যে আজ গর্বে তো গান গাই।

সেই না সুরের

শোকআনন্দে হৃদয় ও মন দোলে,

ভাষার গীতি পরম প্রীতি বিশ্ব দুয়ার খোলে।

পূর্ববর্তী নিবন্ধপ্রাণের গৌরব
পরবর্তী নিবন্ধঐ শোন মা ডাকছে কারা