বঙ্গবন্ধু একটি জাতির মুক্তির দিশারী

জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আবদুচ ছালাম এমপি

| সোমবার , ১৮ মার্চ, ২০২৪ at ৫:৩১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে’এ প্রতিপাদ্যকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে নগরীর ৩, , , , ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।

গতকাল রবিবার সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম। এরপর দুপুর ২টায় কুয়াইশ বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুচ ছালাম এমপি বলেন, বঙ্গবন্ধুর ভেতর শিশুর মত সারল্য ছিল। তিনি জাতির খুশি ও গৌরবের মুহূর্তে প্রাণ খুলে হাসতেন আবার আবেগাপ্লুত আনন্দ অশ্রুতে সিক্ত হয়ে শিশুর মত কেঁদে ফেলতেন। তিনি একটি জাতির মুক্তির দিশারী।

নিজাম উদ্দিন নিজুর সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক, জাহাঙ্গীর আলম সর্দ্দার, এস এম আনোয়ার মির্জা, মোহাম্মদ ফারুক, হাজী আবু তাহের, হাসান মুরাদ চৌধুরী, সেকান্দর চৌধুরী, নুরুল ইসলাম, জাহাঙ্গীর চৌধুরী, হানিফ খান, এস. এম লোকমান, বজল কোম্পানী, লোকমান হাকিম, এস.এম আবুল কাসেম, সরোয়ার খান, নুর মোহাম্মদ খোকন, দেলোয়ার হোসেন বাবুল, কফিল উদ্দিন, হাজী শাহজাহান, মো. ইলিয়াছ, দেবাশীর্ষ আচার্য্য, মো. আজম খান, শওকত আলম, লিয়াকত আলী চৌধুরী, বাদশা চৌধুরী, এরশাদ আলম বিটু, রাশেদ চৌধুরী, মেজবাহ উদ্দিন মাইনু, তসলিম উদ্দিন, আয়াছ উদ্দিন, আবুল কাসেম আরজু, মোরশেদ আহম্মদ খোকা, মনির উদ্দিন, মো. ইছহাক, মো. হোসেন, মো. জিয়া উদ্দিন, এস এম মামুন, নুর মোহাম্মদ বাদশা, গিয়াস উদ্দিন, মো. সরোয়ার, মো. দেলোয়ার, মো. হারিছ, মো. সিফাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোগীদের কল্যাণে কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব
পরবর্তী নিবন্ধজুনিয়র চেম্বার কক্সবাজারের চেইন হ্যান্ডওভার প্রোগ্রাম ও সাধারণ সভা