বঙ্গবন্ধুর ডাকে

ইলিয়াস পাটোয়ারী | বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৮:৩৮ পূর্বাহ্ণ

অগ্নি ঝরা মার্চে সেদিন
বঙ্গবন্ধুর ডাকে
বাঙালিরা অস্ত্র হাতে
বের হয় ঝাঁকে ঝাঁকে।

যুদ্ধ করে মুক্ত হতে
করতে স্বাধীন দেশ
শপথ করে পাক-হানাদার
করবে এবার শেষ।

শপথ নিলো ইস্পাত কঠিন
মরণ করে বরণ
একেক সময় একেক রকম
ছিলো যুদ্ধের ধরণ।

যুদ্ধ করে হটায় শত্রু
সে এক গৌরব গাঁথা
প্রাণের দামে আনে কিনে
প্রিয় স্বাধীনতা।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধে যাবার সময়
পরবর্তী নিবন্ধগৌরবের সেই ভাষণ