বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ে ভ্রাম্যমাণ আদালত

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ মে, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লাখ ৬৭ হাজার ৯৩৫ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
গতকাল রাজস্ব সার্কেল-২ এর আওতাভুক্ত চকবাজার চকভিউ মার্কেট, তেলিপট্টি রোড, কাপাসগোলা রোড ও লালচাঁন্দ রোড এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

অভিযানে এক লাখ ৩৩ হাজার ২৩৫ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ২০টি ট্রেড লাইসেন্সের বকেয়া ফি বাবদ এক লাখ ৩৯ হাজার ৫৭৫ টাকা এবং আয়কর ও ভ্যাট বাবদ ৯৫ হাজার ১২৫ টাকা আদায় করা হয়।

এ সময় ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করে লাইসেন্স ফি ফাঁকি দেয়ার দায়ে দুই দোকান মালিকের বিরুদ্ধে মামলা করে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআলোকিত সমাজ বিনির্মাণে প্রয়োজন সাংস্কৃতিক চর্চা
পরবর্তী নিবন্ধবিজ্ঞানী হয়ে উঠার গল্প শোনালেন সেঁজুতি সাহা