ফ্ল্যাট বাড়ি সব স্ত্রীর নামে

মো. আবদুর রউফ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে উপ নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন মো. আবদুর রউফ। হলফনামায় তিনি কোন শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেননি। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার কলামে তিনি নিজেকে উল্লেখ করেছেন স্ব-শিক্ষিত। হলফনামায় তিনি আয়ের উৎসে-কৃষিখাত, বাসা-বাড়ি- দোকান বা ব্যবসা কিংবা চাকরি কিছুই না করলেও অন্যান্য খাত থেকে বছরে আয়ে দেখিয়েছেন ৩ লাখ ৫ হাজার টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ১৫ লাখ ৪৫ হাজার টাকা এবং স্ত্রীর ৪০ হাজার টাকা। নিজের স্বর্ণসহ অলংকারাদি আছে ২০ হাজার টাকার এবং স্ত্রীর ৪০ হাজার টাকার। নিজের আসবাবপত্র আছে ১০ হাজার টাকার। স্থাবর সম্পদ নিজের নামে ৫০ হাজার টাকার মূল্যের অকৃষি জমি। স্ত্রীর নামে শূন্য দশমিক শূন্য ২২৪ একর বাড়ি যার মূল্য ৬০ লাখ ২০ হাজার ৪শ’ টাকা। স্ত্রীর নামে আরো আছে ২৫শ’ বর্গফুটের ২য় তলা ও ৭ম তলায় দুটি ফ্ল্যাট। যার মূল্য ৮০ লাখ ৪২ হাজার টাকা বলে তিনি হলফনামায় উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধঝিরিতে নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার মায়ের খোঁজ মেলেনি
পরবর্তী নিবন্ধস্ত্রীর নেই , নিজের আছে ২৪ ভরি স্বর্ণালংকার