ফ্ল্যাটে মদের কারখানা

পতেঙ্গায় ৪১০ লিটার মদ ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৯:২৭ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গার স্টিল মিল বাজারের নুরুন্নবী গলি এলাকার একটি ভবন থেকে ৪১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ, সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।তারা হলেন, রিপন চাকমা, লিখি চাকমা ও নতুন চাকমা। গত মঙ্গলবার রাতে পতেঙ্গা থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃতরা ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দেশীয় চোলাই মদের কারখানা গড়ে তুলেছে। নগরীর বিভিন্ন এলাকায় তারা এসব মদ সরবরাহ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান কবিরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধসুচক্রদন্ডীতে সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধআজীবন দুস্থদের সেবা দিতে চাই : মনজুর আলম