প্রেমের কবিতা নিয়ে ত্রিতরঙ্গের আবৃত্তি সন্ধ্যা

| শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:০৯ পূর্বাহ্ণ

প্রেম অবিনশ্বর, প্রেম সুন্দর; আর এই প্রেমের জন্যই মানুষের হৃদয় হয়ে উঠে মানবিক। নারী ও পুরুষের প্রেম এক ঐশ্বরিক শিল্প, সেই প্রেমের কবিতা নিয়ে ত্রিতরঙ্গ আবৃত্তি দল আয়োজন করেছে আবৃত্তি সন্ধ্যা ‘আমার চোখে তোমার ভালোবাসা’। গতকাল শুক্রবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
যুগল প্রেমের কবিতা নিয়ে মঞ্চে যুগল আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করেন আবৃত্তিশিল্পী দেবাশিস রুদ্রু ও সিফাত সরোয়ার সোহেলী, শামীমা শিলা ও সেলিম রেজা সাগর, মো. এহতেশামুল হক ও সাবিনা ইয়াসমিন সাথী, রোজী বিশ্বাস ও লিংকন বিশ্বাস অরূপ এবং সুজয় দে ও জুহি সেনগুপ্তা। আবৃত্তিশিল্পীরা মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুর, আল মাহমুদ, তসলিমা নাসরীন, সুনীল গঙ্গোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, স্রীজা ঘোষ, রফিক আজাদ, কাজী নজরুল ইসলাম, শেখর বরন, পি.কে দত্ত, কাহলিল জিবরান, রফিক শাহ্‌, জয়ই মামুন, কিশোর মজুমদার, পূর্ণেন্দু পত্রী, সৌমিত্র বসু, জুহি সেনগুপ্তার কবিতা আবৃত্তি করেন। পুরো আয়োজনটির আবহ সংগীত পরিকল্পনায় ও প্রক্ষেপনে ছিলেন মঈনউদ্দীন কোহেল, সাফাত জামিল, সঞ্জয় সুন্দর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমার্কস অ্যাক্টিভ স্কুল চেস কার্নিভাল
পরবর্তী নিবন্ধটিকে থাকতে বিজ্ঞানভিত্তিক শিক্ষার বিকল্প নেই